Maintance

স্বল্প ক্ষমতার অ্যান্ড্রয়েডের জন্য নতুন স্কাইপ

প্রকাশঃ ২:২২ অপরাহ্ন, মার্চ ৫, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:০২ অপরাহ্ন, মার্চ ৫, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্বল্প ক্ষমতার অ্যান্ড্রয়েড ফোনের জন্য নতুন করে তৈরি করা হচ্ছে স্কাইপ। গুগল ও ফেইসবুকের পর এবার মাইক্রোসফট সাশ্রয়ীমূল্যের ফোনের জন বিশেষায়িত সফটওয়্যার তৈরি করছে।

নতুন স্কাইপ অ্যাপ অ্যান্ড্রয়েড ৪.০.৩ থেকে ৫.১ অপারেটিং সিস্টেমের ফোনে স্টোরেজ ও র‌্যামের ওপর চাপ কমাবে।

এরূপ অ্যাপ অপটিমাইজেশন নতুন নয়। এর আগে স্বল্পশক্তির ফোনে যাতে সহজে ম্যাসেজিং আর কল করা যায় সে জন্য ফেইসবুক তৈরি করেছে ম্যাসেঞ্জার লাইট। টুইটারও তাদের অ্যাপের লাইট সংস্করণ উন্মোচন করেছে।

Symphony 2018

নতুন আপডেটটির মাধ্যমে পুরোনো বা এক গিগাবাইট র‌্যামের ফোনগুলোতেও পাওয়া যাবে উন্নতমানের অডিও ও ভিডিও কলের সুবিধা।

মাইক্রোসফটের দাবি, অ্যাপের সবগুলো ফিচার সবসময়ই চালু না করে তারা ইন্টারনেটের ওপরও চাপ কমাতে সক্ষম হয়েছে, ফলে দ্রুতগতির ইন্টারনেট ছাড়াও এখন স্কাইপ কল সহজে কাটবে না।

নতুন আপডেটটি ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে আগামী দুই সপ্তাহের মধ্যেই।

দ্য ভার্জ অবলম্বন এস এম তাহমিদ

*

*

Related posts/