Maintance

গার্মেন্টস শিল্পের জন্য রবির ডিজিটাল সেবা

প্রকাশঃ ৬:০৫ অপরাহ্ন, মার্চ ৪, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৭ অপরাহ্ন, মার্চ ৪, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সিঙ্গাপুরভিত্তিক স্টার্টআপ কোম্পানি এনসিংগার সহযোগিতায় দেশের তৈরি পোশাক শিল্পের জন্য আইওটিভিত্তিক স্মার্ট ফ্যাক্টরি সেবা চালু করেছে রবি।

রাজধানীর এক হোটেলে সেবাটির উদ্বোধন করা হয়। এতে ছিলেন রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে তিনি বলেন,  এনফ্যাক্টর নামে স্মার্ট ফ্যাক্টরি সল্যুশন চালু দেশের তৈরি পোশাক শিল্পে ডিজিটাল প্রযুক্তি শুরুর প্রথম পদক্ষেপ।

Symphony 2018

Robi-techshohor

এনসিংগার নেক্সট জেনারেশন স্মার্ট-ফ্যাক্টরি শপ-ফ্লোর সেবার মাধ্যমে পণ্যের গুণগত দিক বিশ্বমানের হচ্ছে কিনা সে সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য পান উৎপাদনকারীরা।

সেবাটির উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন রবির হেড অব এন্টারপ্রাইজ বিজনেস মো. আদিল হোসেন, বিজেএমইএর সাবেক প্রেসিডেন্ট আতিকুল ইসলাম, এনসিংগার ম্যানেজিং ডিরেক্টর ফর বাংলাদেশ অপারেশন বুদ্ধিকা ফার্নান্দো, এনসিংগার ইনোভেশনস প্রাইভেটের ম্যানেজিং ডিরেক্টর ইমাল কালুটোটাগে ও চতুর্থ শিল্প বিপ্লব বিশেষজ্ঞ মার্টিন স্ট্রমার।

আনিকা জীনাত

*

*

Related posts/