Maintance

অফিস মিক্স আনছে মাইক্রোসফট

প্রকাশঃ ৮:৪৮ অপরাহ্ন, এপ্রিল ২৩, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৮ অপরাহ্ন, এপ্রিল ২৩, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অফিস মিক্স নামে নতুন প্রেজেন্টেশন অ্যাপ আনছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। শিক্ষা উপকরণভিত্তিক বাজার ধরতে নতুন এই অ্যাপ বানানো হচ্ছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

অফিস মিক্স অ্যাপ পাওয়ারপয়েন্ট ব্যবহার করে ইন্টার‍্যাক্টিভ প্রেজেন্টেশন ও বিশ্লেষনধর্মী ডেটা তৈরিতে সহায়তা করবে। অ্যাপটি ইনস্টল করলে এটি মাইক্রোসফট ওয়ার্ডে নতুন একটি অ্যাড-অন ইনস্টল করবে। এই অ্যাড-অনের মাধ্যমে অডিও, ভিডিও এবং হাতের লেখা রেকর্ড করা যাবে।

Office Mix-TechShohor

জানা গেছে, এটি টাচ সমর্থিত স্মার্ট ডিভাইস এবং ওয়েবক্যামের মাধ্যমে সবচেয়ে ভালো সেবা দেবে। অন্যথায় স্লাইডে লেখা সম্ভব হবে না।

গতবছর কোম্পানির একটি সভায় ‘রিমিক্স’ নামে পরবর্তী প্রজন্মের অফিস অ্যাপ দেখানো হয়। ধারণা করা হচ্ছে নাম পরিবর্তনের মাধ্যমে রিমিক্স বাজারে অফিস মিক্স নামে আসছে।

– সিনেট অবলম্বনে তুহিন মাহমুদ

*

*

Related posts/