Maintance

বাদ পড়া এলজি জি৭ এর তথ্য ফাঁস

প্রকাশঃ ১০:৪০ অপরাহ্ন, মার্চ ১, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৭ অপরাহ্ন, মার্চ ১, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: এলজির ফ্ল্যাগশিপ জি-সিরিজের নতুন ফোন জি৭ এর ব্যাপারে তথ্য ও ছবি ফাঁস হয়েছে। তবে ফোনটির ফিচার সংক্রান্ত তথ্য ফাঁস হলেও সেটির উৎপাদন বাদ দিয়েছে এলজি।
ফোনটির উৎপাদন তার বন্ধ করলেও জুডি নাম দিয়ে নতুন করে জি৭ বানানো শুরু করেছে এলজি। ফোনটি বাজারে আসবে জুনে। এমনটাই জানিয়েছেন, ভেঞ্চারবিট ডটকমের রিপোর্টার ইভান ব্লাস।
বাদ পড়া এলজি জি৭ মডেলটিতে আইফোন ১০ এর মতো খাঁজকাটা ডিসপ্লের দেখা মিলেছে। এর আগের এলজি জি৭ সম্পর্কিত খবরে জানানো হয়েছিল, ডিসপ্লেতে কাঁটা জায়গা রাখা হবে না। ফলে ছবির ফোনটি এলজি জি৭ এর পরীক্ষামূলক সংস্করণ হতে পারে বলেই ধারণা করা হচ্ছে।
এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এলজির নতুন ফ্ল্য়াগশিপের দেখা মেলেনি। প্রযুক্তিবিশ্বে গুঞ্জন শুরু হয়েছিল এলজি বাজার ধরতে না পারার ভয়ে জি৭ প্রস্তুত করেও তা বাদ দিয়ে নতুন করে ডিজাইন করা শুরু করেছে। তবে এলজির দাবি, তারা নিজস্ব ছন্দেই কাজ করছে।
ইউবারগিজমো অবলম্বনে এস এম তাহমিদ

১ টি মতামত

  1. Pingback: বাদ পড়া এলজি জি৭ এর তথ্য ফাঁস – টেক শহর - খবর, সাস্থ,রূপচর্চা,মোবাইল টিপস,ভিডিও টিউটোরিয়াল,ডাউনলোড

*

*

Related posts/