Maintance

ডিজিটাল ওয়ার্ল্ড মেলায় বেসিস সফট এক্সপো

প্রকাশঃ ৪:২৪ অপরাহ্ন, এপ্রিল ২৩, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৭ অপরাহ্ন, এপ্রিল ২৩, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সরকারের ডিজিটাল ওয়ার্ল্ড – ২০১৪ মেলায় অনুষ্ঠিত হবে অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সফটওয়্যার মেলা।

বুধবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে বিসিসি এবং বেসিসের মধ্যে এ বিষয়ে সমঝোতা চুক্তি হয়। বিসিসির পক্ষে এর নির্বাহী পরিচালক এস এম আশফাক হুসেন এবং বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলমাস কবির চুক্তিতে স্বাক্ষর করেন।

তথ্য প্রযুক্তি বিভাগের সচিব নজরুল ইসলাম খান এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে ছিলেন অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, বেসিসের যুগ্ম মহাসচিব এম রাশিদুল হাসান ও কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়িশ।

BASIS-BCC-TechShohor

চুক্তি অনুযায়ী বেসিসের সফট এক্সপো আগামী ৪ জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাওয়া ডিজিটাল ওয়ার্ল্ডের একটি অঙ্গ অনুষ্ঠান হিসেবে অনুষ্ঠিত হবে।

সফট এক্সপো বেসিসের একটি বার্ষিক মেলা। সংগঠনটি দশ বছর ধরে এই মেলা আয়োজন করে আসছে।

অন্যদিকে বর্তমান সরকার কয়েক বছর ধরেই আয়োজন করছে ডিজিটাল ওয়ার্ল্ড নামে তথ্যপ্রযুক্তির মেলা। এবারে এ মেলায় সফট এক্সপো, ই-গভর্নেন্স প্রদশর্নী, মোবাইল ইনোভেশন, ই-কমার্স, এম-কর্মার্স, বিপিও ফোরাম, ডিজিটাল এন্টারপ্রাইজ, ডেভেলপারস ফোরাম, বিজনেস ম্যাচমেকিং সভা অনুষ্ঠানের পাশাপাশি প্রায় ২০টি সেমিনার ও ১০টি টেকনিক্যাল সেশন থাকছে।

– আল আমীন দেওয়ান

*

*

Related posts/