Maintance

ফাঁস হয়ে গেল ওয়ানপ্লাস ৬

প্রকাশঃ ৬:৩০ অপরাহ্ন, ফেব্রুয়ারি ২৮, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৯ অপরাহ্ন, ফেব্রুয়ারি ২৮, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফাঁস হয়ে যাওয়া এক ছবিতে ওয়ানপ্লাস ৬ এর দেখা মিলেছে। ফাঁস হওয়া ছবিতে দেখা যায় ফোনটির ডিজাইনে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন।

ফোনটির ডিজাইনে অ্যালুমিনিয়াম বডির বদলে পেছনে কাঁচ ব্যবহার করা হয়েছে। ফলে ধারণা করা হচ্ছে, এবারের মডেলটিতে ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকবে। পেছনের ডুয়াল ক্যামেরা মাঝখানে ফিরিয়ে আনা হয়েছে, দুটি ক্যামেরা পাশাপাশি না দিয়ে দেয়া হয়েছে ওপর নিচ করে। ক্যামেরার নিচেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর রং রাখা হয়েছে আগের মতোই কালচে। তবে ফোনটি একদম একই ডিজাইনে বাজারে নাও আসতে পারে

Symphony 2018

ফোনের সামনেও এসেছে পরিবর্তন। সবচাইতে বড় পরিবর্তন, ডিসপ্লের মাঝখানে কাঁটা খাঁজ। আইফোন ১০ এর মত খাঁজটি অবশ্য অ্যাপলের ফোনের চাইতে ছোট। ডিসপ্লের কন্ট্রাস্ট যেটুকু বোঝা যাচ্ছে, ফোনটিতে আবারও ওলেড প্রযুক্তির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

ফাঁস হওয়া ছবির ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম। র‌্যাম রয়েছে ৬ গিগাবাইট, আর স্টোরেজ ৬৪ গিগাবাইট। পূর্বের মডেলগুলোর মতো ওয়ানপ্লাস ৬ এরও ৮ গিগাবাইট র‌্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজ সমৃদ্ধ মডেল আসার কথা রয়েছে।

এবারের ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর ও কিউএইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করা হবে সেটি আগেই জানা গেছে। এবার ডিজাইনের বিষয়টিও পরিস্কার হয়ে গেল।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/