Maintance

কোয়ালকমের নতুন প্রসেসর সিরিজ স্ন্যাপড্রাগন ৭০০

প্রকাশঃ ১০:০০ অপরাহ্ন, ফেব্রুয়ারি ২৮, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৯ অপরাহ্ন, মার্চ ১, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন প্রসেসর সিরিজ স্ন্য়াপড্রাগন ৭০০ উন্মোচন করেছে প্রসেসর নির্মাতা কোয়ালকম।

ফ্ল্যাগশিপ ফোনের মূল্য গত বছর থেকে প্রচুর বেড়ে যাওয়ায় আরেকটি উচ্চ-মধ্য কনফিগারেশনের ফোনের বাজার সৃষ্টি হয়েছে, যা তাদের এ প্রসেসর তৈরির মূল প্রেরণা। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রসেসর সিরিজের ঘোষণা দেয় কোয়ালকম।

নতুন প্রসেসরটি কোয়ালকমের ফ্ল্যাগশিপ প্রসেসরের এআই ইঞ্জিন মাঝারী মূল্যের প্রসেসরে নিয়ে আসবে। এর ফলে যারা ৬০০ সিরিজের প্রসেসরের পারফরমেন্সে সন্তুষ্ট হলেও ক্যামেরার গতি ও ব্যাটারি লাইফে নিয়ে খুশি নন, তাদের জন্য মাঝারী মূল্যের ফোন তৈরিতে স্ন্যাপড্রাগন ৭০০ সিরিজ ব্যবহার হবে। ফোনটি হবে শক্তিশালী ক্যামেরা ও ব্যাটারিলাইফ সমৃদ্ধ।

Symphony 2018

প্রসেসরগুলো নির্মাতাদের হাতে পৌঁছাতে শুরু করবে এ বছরের প্রথম প্রান্তিকের শেষে। অতএব স্ন্য়াপড্রাগন ৭০০ সিরিজের প্রসেসর সমৃদ্ধ ফোনের দেখা মিলবে বছরের শেষ দিকে বা তার আগে।

স্ন্য়াপড্রাগন ৭০০ সিরিজের কল্যাণে দেখা মিলবে ক্যামেরা কেন্দ্রিক উচ্চ-মাঝারী মূল্যের ফোনের। ফোনগুলোর মূল্য ৫০০ থেকে ৬০০ ডলার হতে পারে। বিগত দিনে ৭০০ ডলারে ফ্ল্যাগশিপ পাওয়া যেত। এ কারণে ৭০০ ডলার মূল্যের ফোনগুলোর ক্রেতা কম থাকলেও এখন ফ্ল্যাগশিপের মূল্য ৯০০ থেকে ১২০০ ডলারে গিয়ে ঠেকায় বাজারে একটি শূন্যস্থান সৃষ্টি হয়েছে।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

১ টি মতামত

  1. Pingback: কোয়ালকমের নতুন প্রসেসর সিরিজ স্ন্যাপড্রাগন ৭০০ - খবর, সাস্থ,রূপচর্চা,মোবাইল টিপস,ভিডিও টিউটোরিয়

*

*

Related posts/