Maintance

ফাঁস হলো হুয়াওয়ে পি২০

প্রকাশঃ ৯:৪৫ অপরাহ্ন, ফেব্রুয়ারি ২৭, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:১১ অপরাহ্ন, ফেব্রুয়ারি ২৭, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউনসিলর : ফ্রান্সের ফ্যারিসে হুয়াওয়ের নতুন ফোন পি২০ উন্মোচনের কথা রয়েছে মঙ্গলবার। তার আগেই ফোনটির ছবি ফাঁস হয়েছে।

ছবিতে দেখা গেছে, এবারের ডিজাইনের সঙ্গে আইফোন ১০ এর বেশ মিল। ছবিটি প্রযুক্তি পণ্য ফাঁসের জন্য বিখ্যাত ইভান ব্লাসের টুইটারে পোস্ট করা হয়।

Symphony 2018

ফোনটির দুপাশের বেজেল কমানো হলেও ওপরে ও নিচে যথেষ্ট বড় বেজেল রয়েছে। সরাসরি ডিসপ্লেতেই ন্যাভিগেশন বার যুক্ত করা হলেও, সামনে থেকে বাদ পড়েনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পেছনের ডুয়াল ক্যামেরা আইফোনের ১০ এর মত ওপরে নিচে করে বসানো হয়েছে। সামনের ডিসপ্লেতেও রয়েছে কাটা অংশ, তবে আইফোন ১০ এর মত সেটি অত বড় নয়।

হুয়াওয়ে পি২০তে ট্রিপল ব্যাক ক্যামেরা থাকবে এমন গুজব থাকলেও ছবিতে দেখা যাচ্ছে, পেছনে ক্যামেরা তিনটি নয় দুটি। তবে তিন ক্যামেরা সমৃদ্ধ সংস্করণও থাকতে পারে। সেটি ফোন উন্মোচের আগে নির্দিষ্ট করে বলা যাবে না। ফোনের পেছনের অংশটি পুরোটাই কাঁচের, অতএব তারহীন চার্জিং থাকার সম্ভাবনা আছে।

ইউবারগিজমো অবলম্বনে এস এম তাহমিদ

১ টি মতামত

  1. Pingback: ফাঁস হলো হুয়াওয়ে পি২০ – টেক শহর - খবর, সাস্থ,রূপচর্চা,মোবাইল টিপস,ভিডিও টিউটোরিয়াল,ডাউনলোড

*

*

Related posts/