Maintance

সাড়ে ৬ ইঞ্চির ফোন আনছে অ্যাপল

প্রকাশঃ ১১:২৩ পূর্বাহ্ন, ফেব্রুয়ারি ২৭, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৩ অপরাহ্ন, ফেব্রুয়ারি ২৭, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যাপল এ বছর নতুন তিনটি ফোন উন্মোচন করতে যাচ্ছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ ফোনগুলোর আনার ঘোষণা দিতে পারে অ্যাপল। এই লক্ষ্যে ইতোমধ্যে তারা প্রডাকশন টেস্ট চালিয়ে যাচ্ছে।

ফোনগুলোর উৎপাদনের সঙ্গে জড়িত এক কর্মী জানিয়েছেন, তিনটির মধ্যে একটি ফোনের আকার হবে আইফোন ১০ এর চেয়েও বড়। এই ফোনের কোডনেম দেওয়া হয়েছে ডি৩৩।

ফোনটিতে থাকবে ৬ দশমিক ৫ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে। ওএলইডি প্রযুক্তি সমৃদ্ধ এই ফোনের রেজুলেশন হবে ১২৪২*২৬৮৮ পিক্সেল। আইফোন ১০ এর মতো এতেও থাকবে ফেইসআইডি ফিচার। প্রসেসর হিসেবে এ১২  থাকবে বলে জানান তিনি।

Iphones-techshohor

Symphony 2018

অন্যটির আকার হবে আইফোন ১০ এর সমান, ৫ দশমিক ৮ ইঞ্চি। এই ফোনের কোডনেম দেওয়া হয়েছে ডি৩২। এতেও থাকবে পরবর্তী প্রজন্মের এ১২ প্রসেসর।

এশিয়ায় সোনালী রঙের ফোনগুলোর চাহিদা বেশি থাকে। ফলে  ডি৩৩ ও ডি৩২ ফোন সোনালী রঙে বাজারে ছাড়া হতে পারে।

আরেকটি ফোনে ফ্ল্যাগশিপ ফোনের সব ফিচার থাকলেও তা হবে সাশ্রয়ী মূল্যের। এতে থাকবে আইফোন ১০ এর মতো স্ক্রিন ও ফেইসআইডি ফিচার। তবে খরচ কমানোর জন্য এতে ওএলইডির পরিবর্তে ব্যবহার করা হবে এলইডি স্ক্রিন প্রযুক্তি।

ব্লুমবার্গ অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/