Maintance

এমডব্লিউসিতে সনির নতুন দুই ফোন

প্রকাশঃ ১০:৩০ অপরাহ্ন, ফেব্রুয়ারি ২৬, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৪ অপরাহ্ন, ফেব্রুয়ারি ২৬, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্মার্টফোনের বাজারে সনি সুবিধাজনক অবস্থানে নেই। তাই ঘুরে দাঁড়ানো চেষ্টায় নতুন দুইটি ফোন এনেছে প্রতিষ্ঠানটি।

এক্সপেরিয়া এক্সজেড২ এবং এক্সজেড২ কমপ্যাক্ট নামে ডিভাইসগুলো মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এক সংবাদ সম্মেলনে উন্মোচন করা হয়েছে।

নতুন ফোনগুলোর ডিজাইনে পূর্বের এক্সপেরিয়ার সিরিজের তুলনায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ডিভাইস দুইটির পিছনের রয়েছে কার্ভ আকৃতির গ্লাস, যা গরিলা গ্লাস ৫ প্রযুক্তি সমৃদ্ধ। পিছনে ক্যামেরার ডান পাশে রয়েছে ফ্ল্যাশ ও নিচের দিকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

আরও পড়ুন ঃ আবার হ্যাক : পথে বসছে সনি!

এক্সপেরিয়া এক্সজেড২ এবং এক্সজেড২ কমপ্যাক্ট ফোনে যথাক্রমে ফুল এইচডি ও ফুলভিউ ৫.৭ এবং ৫.০ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ব্যাকআপ সুবিধা দিতে যথাক্রমে রয়েছে ৩ হাজার ১৮০ মিলিঅ্যাম্পিয়ার এবং ২ হাজার ৮৭০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এ ছাড়া কনফিগারেশনে কোন পরিবর্তন নেই ফোন দুইটিতে।

Symphony 2018

প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। ৪ গিগাবাইট র‍্যামের পাশাপাশি রয়েছে ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। চাইলে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুবিধাও রয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৮.০।

ছবি তোলার জন্য রয়েছে এফ/২.০ অ্যাপারচার সমৃদ্ধ ১৯ মেগাপিক্সেল ক্যামেরা। যা  দিয়ে ফোরকে ভিডিও রেকর্ড করা যাবে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

এ ছাড়া রয়েছে টাইপ সি পোর্ট, ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি ইত্যাদি সুবিধা। তবে ডিভাইসটিতে নেই ৩.৫ হেডফোন জ্যাক।

জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

আরও পড়ুন ঃ

সনির নতুন ৩ ফোনে যা আছে

গাড়ির জন্য সনির নতুন অ্যান্ড্রয়েড অডিও সিস্টেম

*

*

Related posts/