Maintance

মাঝারি মূল্যের ফোন আনলো জেডটিই

প্রকাশঃ ৭:০০ অপরাহ্ন, ফেব্রুয়ারি ২৬, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৬ অপরাহ্ন, ফেব্রুয়ারি ২৬, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চীনের মোবাইল নির্মাতা কোম্পানি জেডটিই মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নতুন দুটি মাঝারি মূল্যের ফোন নিয়ে হাজির হয়েছে।

তাদের ব্লেড সিরিজের দুটি ফোনের নাম দেওয়া হয়েছে ব্লেড ভি৯ ও ব্লেড ভি৯ ভিটা। দুটি ফোনেই রয়েছে ১৮:৯ অনুপাতের ডিসপ্লে ও ডুয়াল ক্যামেরা। দুটির মধ্যে ব্লেড ভি৯ অপেক্ষাকৃত বেশি শক্তিশালী।

জেডটিই ব্লেড৯ এ রয়েছে ২১৬০ x ১০৮০পিক্সেল রেজুলেশনের ৫ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর ও ৩ অথবা ৪ গিগাবাইট র‌্যাম। স্টোরেজের ক্ষেত্রেও রয়েছে দুটি অপশন, ৩২ অথবা ৬৪ গিগাবাইট। ফোনটির পেছনে রয়েছে অমনিভিশনের ১৬ মেগাপিক্সেল রেজুলেশনের সেন্সর ও এফ/১.৮ অ্যাপার্চারের লেন্স মিলিয়ে তৈরি মূল ক্যামেরা এবং আরেকটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি ব্যাক ক্যামেরা। দুটি ক্যামেরার সাহায্যে ফোনটি ছবি তোলার পরেও পোর্ট্রেট বোকেহ যুক্ত করতে পারবে। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Symphony 2018

ফোনটি চালানোর জন্য রয়েছে অ্যন্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম, এবার জেডটিইর নিজস্ব স্কিন অপারেটিং সিস্টেম রাখা হয়েছে স্টক অ্যান্ড্রয়েডের কাছাকাছি। চার্জিংয়ের জন্য দেওয়া হয়েছে মাইক্রোইউএসবি পোর্ট। রয়েছে হেডফোন জ্যাক ও ফেইস আনলক।

জেডটিই ভি৯ ভিটাতে রয়েছে এইচডি-প্লাস রেজুলেশনের ৫ দশমিক ৪৫ ইঞ্চি ডিসপ্লে, ২ গিগাবাইট অথবা ৩ গিগবাইট র‌্যাম, পেছনে রয়েছে ১৩ ও ২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। সামনের সেলফি ক্যামেরার রেজুলেশনও কমিয়ে ৫ মেগাপিক্সেল করা হয়েছে।

ফোন দুটির দাম ধরা হয়েছে ৩০০ ও ২৫০ ডলার। কবে নাগাদ ফোনগুলো বাজারে আসবে তা অবশ্য জানা যায়নি।

জিএসএমএরিনা অবলম্বনে এস এম তাহমিদ

১ টি মতামত

  1. Pingback: মাঝারি মূল্যের ফোন আনলো জেডটিই – টেক শহর - খবর, সাস্থ,রূপচর্চা,মোবাইল টিপস,ভিডিও টিউটোরিয়াল,ডাউনল

*

*

Related posts/