Maintance

সম্পূর্ণ বেজেলহীন ফোন ভিভো 'এপেক্স'

প্রকাশঃ ২:০২ অপরাহ্ন, ফেব্রুয়ারি ২৬, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ২:১৪ অপরাহ্ন, ফেব্রুয়ারি ২৬, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভবিষ্যতের স্মার্টফোনগুলো কেমন হতে পারে তা তুলে ধরতেই ‘এপেক্স’ নামে একটি ফোন দেখিয়েছে ভিভো। ২ শতাংশ বেজেল আর ৯৮ শতাংশ স্ক্রিনের এই ফোনের দেখা মিলেছে বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে।

ভিভো এপেক্স একটি পরীক্ষামূলক ফোন তাই এটি বাজারে ছাড়ার সম্ভাবনা কম। ফোনটি আসলে তৈরি করা হয়েছে তিনটি নতুন প্রযুক্তি দেখানোর জন্য।

ফোনটি শুধু স্ক্রিনের বিশেষ স্থানেই নয়, বরং স্ক্রিনের নিচের অর্ধেক অংশেও আঙুলের ছাপ নির্ণয় করতে পারবে। এর আগেও ভিভো সরাসরি ডিসপ্লেতেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত ফোন বাজারে এনেছে, তবে সেটি শুধু একটি নির্দিষ্ট অংশে কাজ করতো। বড় অংশ নিয়ে কাজ করার ফলে ভিভো দাবি করছে, বাড়তি নিরাপত্তার খাতিরে প্রয়োজনে একসঙ্গে দুটি আঙুলের ছাপ ব্যবহার করাও সম্ভব।

Symphony 2018

প্রায় সবটুকু বেজেল বাদ দিয়ে সামনের পুরোটাতেই যাতে স্ক্রিন থাকে সেজন্য ফোনটিতে নমনীয় মাদারবোর্ড দিয়েছে ভিভো। নমনীয় মাদারবোর্ড ও ওলেড ডিসপ্লে ব্যবহারের ফলে ফোনের সামনের বেজেল হয়েছে ১ মিলিমিটারেরও কম।

সামনের পুরোটাই স্ক্রিন হওয়ার কারণে বাদ পড়েছে গতানুগতিক স্পিকার, ইয়ারপিস ও সেলফি ক্যামেরা। শাওমি মি-মিক্সের মতো পুরো স্ক্রিনকেই ইয়ারপিস ও স্পিকারের কাজে ব্যবহার করেছে ভিভো, তবে এর ফলে ফোনে কথা বলার সময় আশপাশের সবাই তা শুনতে পাবে। আর সেলফি ক্যামেরা স্লাইডিং ড্রয়ারে দেয়া হয়েছে। প্রয়োজনে সামনের ক্যামেরাটি দশমিক ৮ সেকেন্ডে বের করা যাবে।

ফোনটির স্পেসিফিকেশন ও অন্যান্য় দিক সম্পর্কে আর কিছু জানায়নি ভিভো, কেননা এটি সরাসরি বাজারে আসবে না। তবে শিঘ্রই এই ডিজাইনের ফোন বাজারে আসতে পারে।

জিএসএমএরিনা অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/