Maintance

অমিতাভের টুইটে শ্রীদেবীর মৃত্যুর পূর্বাভাস!

প্রকাশঃ ৬:৩৪ অপরাহ্ন, ফেব্রুয়ারি ২৫, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৯ অপরাহ্ন, ফেব্রুয়ারি ২৫, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বলিউড সুপারস্টার শ্রীদেবী মারা যাবার সংবাদ পাওয়ার ২০ মিনিট আগেই একটি টুইট করেন আরেক সুপারস্টার অমিতাভ বচ্চন।

শনিবার রাতে হঠাৎ করেই টুইট করেন অমিতাভ। তিনি লিখেন, জানি না কেন, এক অদ্ভুত রকমের অস্বস্তি হচ্ছে।

কিন্তু কী অস্বস্তি বা কি হয়েছিল বিগ বির সেটা তখনও জানা যায়নি। তবে এর ঠিক ২০ মিনিটের মাথায় তিনি খবর পান শ্রীদেবী নেই।

Symphony 2018

দীর্ঘদিন এক সঙ্গে কাজ করেছেন অমিতাভ-শ্রীদেবী। আর এ কারণে তাদের এক ধরনের বোঝাপড়াও ছিল। সে থেকেই কী তাহলে আগেই টের পেয়েছিলেন শ্রীদেবীর কিছু হয়েছে? কিংবা এটা কি স্রেফ টেলিপ্যাথি? এমন নানা প্রশ্ন ঘুরছে অনেকের মনে। তবে এগুলো সম্পর্কে পরে বিগ বির কোনো উত্তর পাওয়া যায়নি।

বড় বচ্চনের এই টুইট খুব অল্প সময়ে ছড়িয়ে পড়ে। আর তার কিছুক্ষণ পরে যে সংবাদটি আসে তাও জানতে পারে সারা দুনিয়া। তখন আর শ্রীদেবী নেই। তিনি দুবাইয়ে মারা গেছেন, মাত্র ৫৪ বছর বয়সে।

অমিতাভ বচ্চন-শ্রীদেবী একসঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছেন। এসব ছবির মধ্যে অন্যতম সুপারহিট ছিল ‘ইনকিলাব’, ‘আখরি রাস্তা’, ‘খুদা গাওয়া’। ২০১৩ সালে তারা আবার একসঙ্গে মুম্বাই টকিজে অভিনয় করেন। এরপর গত বছরে ইংলিশ-ভিংলিশ সিনেমায় শ্রীদেবী অভিনয় করেন। যেখানে অতিথি শিল্পী হিসেবে অমিতাভও ছিলেন।

তবে শ্রীদেবীর মৃত্যুতে বলিউড এবং টালিগঞ্জ পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

ইমরান হোসেন মিলন

*

*

Related posts/