Maintance

প্রোমো ফাঁস, ভিডিওতে দেখা যাচ্ছে গ্যালাক্সি এস৯

প্রকাশঃ ৩:৪৭ অপরাহ্ন, ফেব্রুয়ারি ২৫, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৯ অপরাহ্ন, ফেব্রুয়ারি ২৫, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কয়েক ঘণ্টা পরেই উন্মোচন হবে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস৯।

তবে উন্মোচনের আগেই অনলাইনে ডিভাইসটির ভিডিও ফাঁস হয়েছে। ধারণা করা হচ্ছে, এই ভিডিওটি সংবাদ সম্মেলনে প্রদর্শন করা হবে।

‘স্লাশলেকস’ নামক ইউটিউব চ্যানেলে ফাঁস করা হয়েছে ৩ মিনিট ৭ সেকেন্ডের ভিডিওটি। এতে ফোনের নানা ফিচার সম্পর্কে তুলে ধরা হয়েছে। ভিডিওটি এই পর্যন্ত ৩ লাখ ৯৪ হাজারের বেশি ভিউ হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, গ্যালাক্সি এস৯ ফোনে রয়েছে ফুলভিউ বেজেলহীন ডিসপ্লে। ডিভাইসটি দেখতে অনেকটা পূর্বের গ্যালাক্সি এস৮ এর মতই। ফোনটি সরাসরি মনিটর বা স্মার্টটিভির সঙ্গে যুক্ত করে ব্যবহার করা যাবে।

ছবি তোলার জন্য পিছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ ও এলইডি ফ্ল্যাশ। ক্যামেরার নিচেই আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এ ছাড়া অ্যাপলের ফেইসআইডির সঙ্গে টেক্কা দিকে রয়েছে ফেইস রিকগনিশন সুবিধা।

Symphony 2018

ভিডিওটি থেকে ফোনের কনফিগারেশন সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।

তবে পূর্বে ফাঁস হওয়ার কয়েকটি খরবে জানা যায়, এতে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। ৪ বা ৬ গিগাবাইট র‌্যামরে পাশাপাশি মিলতে পারে ৬৪ গিগাবাইট স্টোরেজের সুবিধা।

এ ছাড়া থাকতে পারে একেজি অডিওর ডুয়েল স্পিকার, হেডফোন, আইপি৬৮ মানের পানি ও ধুলা নিরোধক বডি।

ডিভাইসটি নিয়ে বিস্তারিত তথ্য জানা যাবে রোববার বাংলাদেশ সময় রাত ১১টায় প্রতিষ্ঠানটির পণ্য উন্মোচন অনুষ্ঠানে।

জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/