Maintance

শ্রীদেবীর বিদায় : ফেইসবুক-টুইটে শোক

প্রকাশঃ ১১:২১ পূর্বাহ্ন, ফেব্রুয়ারি ২৫, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৬ অপরাহ্ন, ফেব্রুয়ারি ২৫, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বলিউড সুপারস্টার শ্রীদেবী আর নেই। সকালে ঘুম থেকে উঠেই অকস্মাৎ এ খবরে অনেকেই চমকে উঠেছেন।

হার্ট অ্যাটাকে মারা যাওয়ার খবরটি প্রথম মিডিয়ায় প্রকাশ করেন তার দেবর অভিনেতা সঞ্জয় কাপুর। পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে শ্রীদেবী দুবাইয়ে অবস্থান করছিলেন। সেখানেই শনিবার রাত ১১ থেকে ১১.৩০ টার মধ্যে তার মৃত্যু হয়।

সঙ্গীত পরিচালক এ আর রহমান থেকে শুরু করে বর্তমানের জনপ্রিয় নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেসসহ অগণিত মানুষ তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন।

পরিচালক মহেশ ভাট টুইট পোস্টে লিখেছেন, শ্রীদেবীর অকস্মাৎ মৃত্যুর খবরে কেঁপে উঠেছি।

SrideviKapoorBollywood-techshohor

প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, আমি ভাষা হারিয়ে ফেলেছি। যারা শ্রীদেবীকে ভালোবাসতেন তাদের প্রতি সমবেদনা। অন্ধকারাচ্ছন্ন এক দিন।

Symphony 2018

ক্যাটরিনা কাইফ টুইটে লিখেছেন, আমার প্রিয় অভিনেত্রী। একজন কিংবদন্তী। তার পরিবারের জন্য প্রার্থনা করছি।

ফেইসবুকে এক ব্যবহারকারী লিখেছেন, মানুষের প্রাণ দেয়া একটি পুতুল মনে হতো আমার, এত নিখুঁত। ক’দিন আগে ইংলিশ ভিংলিশ আর মম দেখেছিলাম, অভিনয়ের দেবী হয়েই জন্মেছিলেন।

অন্য এক ব্যবহারকারী লিখেছেন, শ্রীদেবী আর নেই! বিশ্বাস করতে পারছিনা।

আরেক ব্যবহারকারী সংশয় প্রকাশ করে লিখেছেন, তার মৃত্যুর খবর কী আসলেই সত্যি?

৬০ এর দশকের শেষ দিকে শ্রীদেবী তার ক্যারিয়ার শুরু করেন শিশু শিল্পী হিসেবে। বলিউডে তার অসংখ্য হিট ছবি রয়েছে। ২০১৩ সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে আনিকা জীনাত

১ টি মতামত

  1. রায়হান said:

    টেক বা প্রযুক্তি বিষয়ক সাইটে এই ধরনের নিউজ দেওয়ার কোনো প্রয়োজন দেখি না!

    এ ধরনের নিউজ প্রচারের জন্য অসংখ্য নিউজ পোর্টাল আছে…

*

*

Related posts/