Maintance

নিলামে উঠছে স্টিভ জবসের চাকরির আবেদন পত্র

প্রকাশঃ ৮:১৩ অপরাহ্ন, ফেব্রুয়ারি ২৪, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ১:১০ পূর্বাহ্ন, ফেব্রুয়ারি ২৫, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টেক জায়ান্ট অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের একটি চাকরির আবেদনপত্র নিলামে উঠছে মার্চে।

নিলামে আবেদনপত্রটি ৫০ হাজার ডলারের বেশি মূল্যে বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বোস্টনে ‘আরআর অকশন’-এ নিলামটি অনুষ্ঠিত হবে।

Symphony 2018

এক পৃষ্ঠার চাকরির জন্য আবেদনপত্রটি ১৯৭৩ সালে লেখা হয়েছিল। তবে এই আবেদনপত্র কোন পদের জন্য ছিল এবং তাতে স্টিভ জবস সফল হয়েছিলেন কিনা সেই সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।

আবেদনপত্রটিতে স্টিভ জবসের নাম লেখা ছিল ‘স্টিভেন জবস’ এবং ঠিকানায় লেখা ছিল ‘রিড কলেজ’। ১৯৭৩ সালে স্টিভ জবস রিড কলেজে পড়তেন।

কাজের দক্ষতা হিসেবে তিনি উল্লেখ করেছিলেন ‘ইলেকট্রনিক্স প্রযুক্তি আর ডিজাইন ইঞ্জিনিয়ার’। গাড়ি চালানোর লাইসেন্স আছে কিনা এমন প্রশ্নে উত্তর ছিল ‘হ্যাঁ’।

এর আগে গত বছর নভেম্বরে স্টিভ জবসের ব‍্যবহৃত একটি গাড়ি নিলামে উঠেছিল। গাড়িটি ১৯৯০ সালে ডিজাইন ও তৈরি কাজ শুরু করেছিলো বিএমডব্লিও কর্তৃপক্ষ। পরে তা ২০০০ সালে বাজারে বিক্রি শুরু হয়। সেই বছর ১ এপ্রিল গাড়িটি কিনেছিলেন স্টিভ জবস।

বিবিসি অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/