Maintance

সনির ফ্ল‍্যাগশিপে যা থাকছে

প্রকাশঃ ৮:৩০ অপরাহ্ন, ফেব্রুয়ারি ২১, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ১:১৯ অপরাহ্ন, ফেব্রুয়ারি ২২, ২০১৮

টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : স্মার্টফোনের বাজারে খারাপ অবস্থানে থাকলেও ঘুরে দাঁড়াতে চেষ্টা করতে যাচ্ছে সনি।

সেই ধারাবাহিকতায় জাপানি প্রযুক্তিপণ‍্য নির্মাতা প্রতিষ্ঠানটি আনতে যাচ্ছে এক্সপেরিয়া এক্সজে২ এবং এক্সজেড২ কমপেক্ট নামে নতুন দুই ফোন। প্রতিষ্ঠানটি চুপ থাকলেও অনলাইনে ফাঁস হয়েছে তথ‍্য।


ফাঁস হওয়া তথ‍্যে জানা যায়, ফ্ল‍্যাগশিপ ফোন দুইটিতে থাকতে পারে স্ন‍্যাপড্রাগন ৮৪৫ চিপসেটের প্রসেসর। ৪ গিগাবাইট র‍্যামের পাশাপাশি মিলবে ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে থাকবে ফুলভিউ ডিসপ্লে, যা হবে ১৮:৯ রেশিও সমৃদ্ধ। এতে থাকবে না ৩.৫ এমএম হেডফোন জ‍্যাক।

Symphony 2018

পূর্বে ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, ফোনটির ডান পাশে রয়েছে  ভলিউম আপ, ডাউন এবং ক‍্যামেরা বাটন। বাম পাশে রয়েছে পাওয়া বাটন।

এক্সপেরিয়া এক্সজেড২ ও এক্সজেড২ কমপেক্ট মডেলটির দুইটি ডিসপ্লে সাইজ যথাক্রমে ৫.৭ এবং ৫.৯ ইঞ্চি হতে পারে। ডিসপ্লেতে থাকতে পারে গরিলা গ্লাস প্রযুক্তি।ফোনটির পিছনে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ধারণা করা হচ্ছে, এক্সপেরিয়া এক্সজেড২ এর মূল‍্য হতে পারে ৯৮৭ মার্কিন ডলার।আর এক্সেপেরিয়া এক্সজেড২ কমপেক্ট এর মূল‍্য হতে পারে ৭৪০মার্কিন ডলার।

তুসিন আহমেদ

*

*

Related posts/