Maintance

অনলাইনে কেনা যাবে মাইলসের অ্যালবাম

প্রকাশঃ ১:০৮ অপরাহ্ন, এপ্রিল ২২, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ১:৫১ অপরাহ্ন, এপ্রিল ২২, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনলাইনে বিকাশের মাধ্যমেও কেনা যাবে জনপ্রিয় ব্যান্ড মাইলসের নতুন ও পুরনো অ্যালবাম। আগামী শুক্রবার থেকে এ গ্রুপের প্রতিশ্রুতি, প্রত্যাশা, প্রত্যয়, প্রয়াস, প্রবাহ ও প্রতিধ্বনি অ্যালবামগুলো ওয়েবসাইট থেকে কেনা যাবে।

ভক্তরা ডেবিট কার্ড, ভিসা কার্ড ছাড়া বিকাশের মাধ্যমেও www.qiniticmusic.com ওয়েবসাইট থেকে এসব অ্যালবাম কেনা যাবে।

hqdefault

Symphony 2018

মাইলস জানায়, এরপর থেকে অ্যালবামের গানগুলো শুরুতে অনলাইনে প্রকাশ করা হবে।

এর আগে বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের মাধ্যমে গান প্রকাশ ও কেনার ব্যবস্থা করেছে অনেক ব্র্যান্ড।

অ্যাপের মাধ্যমে নিজেদের গান নিয়ে আসে শিরোনামহীন ব্যান্ড। অ্যান্ড্রয়েড ফোনে ব্যান্ডটির এ অ্যাপ নামিয়ে শিরোনামহীনের বিভিন্ন তথ্য দেখা যাবে। সেই সঙ্গে অ্যালবামও পাওয়া যাবে।

শিরোনামহীনের এই অ্যাপের মাধ্যমে ব্যান্ডটির সাথে যোগাযোগ করা যাবে। ম্যাসজ পাঠালে ব্যান্ডটি দ্রুতই এর উত্তর দিচ্ছে।

*

*

Related posts/