Maintance

টুইটারে দীপিকা-ক্যাটরিনার কাছে চাকরির আবেদন

প্রকাশঃ ৬:০৯ অপরাহ্ন, ফেব্রুয়ারি ১৮, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৩ অপরাহ্ন, ফেব্রুয়ারি ১৮, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কিছুদিন আগে মুম্বাই এজের এক প্রতিবেদনে লেখা হয়, দীপিকা ও ক্যাটরিনার উচ্চতা আমির খান ও শহিদ কাপুরের জন্য একটি সমস্যা।

ব্যস, এটুকুই যথেষ্ট ছিলো বলিউডের লম্বু হিসেবে পরিচিত অমিতাভ বচ্চনের জন্য। সঙ্গে সঙ্গে টুইটারে এই দুই নায়িকার কাছে তিনি চাকরির আবেদন লিখে বসেন। টুইটারে সেই প্রতিবেদনের ছবি দিয়ে নিচে লেখেন বায়োডাটা।

সেখানে তিনি লেখেন, নাম অমিতাভ বচ্চন, বয়স ৭৬ বছর। ৪৯ বছরের ফিল্ম ক্যারিয়ারে প্রায় ২০০ ছবিতে কাজ করার অভিজ্ঞতা আছে। একইসঙ্গে হিন্দি, ইংরেজি, পাঞ্জাবি ও বাংলা ভাষা বলতে পারেন। উচ্চতা ৬ দশমিক ২ ইঞ্চি।

এর নিচে লেখেন, অ্যাভেইলেবল…  তোমাদের আর কখনো উচ্চতা নিয়ে কোনো সমস্যা হবে না।

Symphony 2018

টুইটার বায়োডাটা দিলেও অনেক আগেই এই দুই নায়িকার সঙ্গে তিনি অভিনয় করেছেন।

amitabh-techshohor

সম্প্রতি দীপিকার উচ্চতা নিয়ে বেশ সমস্যায় পড়েছিলেন পরিচালক সঞ্জয়লীলা বনশালী। ‘পদ্মাবত’ ছবিতে দীপিকার স্বামীর চরিত্রে ছিলেন শহিদ। দিপীকার উচ্চতা শহিদের চেয়ে বেশি হওয়ায় বহু কসরত করে সঞ্জয়লীলাকে দৃশ্য ধারণ করতে হয়েছে। কারণ ছবিটি নির্মিত হয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটে। সে সময়ে স্ত্রীর উচ্চতা বেশি হওয়াটা রাজকীয় প্রটোকল বর্হিভূত ছিল।

অন্যদিকে, মুক্তির অপেক্ষায় থাকা ‘থাগস অব হিন্দুস্তানে’ অভিনয় করেছেন আমির ও ক্যাটরিনা। সেই ছবির পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য বলেছেন, আমিরের চেয়ে ক্যাটরিনা অনেক খানিই লম্বা। শুটিংয়ের সময় এই সমস্যা আমাদেরকে বেশ চাপে ফেলেছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/