Maintance

দেশে এস৯ প্লাস এর প্রি-অর্ডার শুরু

প্রকাশঃ ১০:৫৯ পূর্বাহ্ন, মার্চ ১০, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ২:০৭ অপরাহ্ন, মার্চ ১০, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস৯ প্লাসের প্রি-অর্ডার শুরু হয়েছে। ফোনটির প্রি-অর্ডার চলবে ২৮ মার্চ পর্যন্ত।

বৃহস্পতিবার দেশে ফোনটির প্রি-অর্ডার করার ঘোষণা দেয় এক্সেল টেলিকম। অনুষ্ঠানে ফোনটির বিশেষ ফিচারগুলো তুলে ধরা হয়।

ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ পাঁচ হাজার নয়শ’ টাকা। প্রি-অর্ডারের জন্য জমা দিতে হবে পাঁচ হাজার নয়শ’ টাকা। প্রি-অর্ডারের পর বাকি মূল্য ক্রেডিটকার্ড ও ব্যাংক ভেদে ৬ থেকে ৩৬ মাসের ইএমআইতে পরিশোধ করা যাবে।

ফোনটি প্রি-অর্ডার করলে ক্রেতারা একটি ফাস্ট ওয়্যারলেস চার্জার ফ্রি পাবেন। এছাড়াও, ফোনটির সঙ্গে একটি ০১৭১১ সিরিজের সিম কার্ড ও ৯ গিগাবাইট ডেটা ফ্রি দিচ্ছে গ্রামীণফোন।

Symphony 2018

অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন, জেনারেল ম্যানেজার ইয়াং উ লি, হেড অব মোবাইল মূয়ীদুর রহমান, গ্রামীণফোনের ডেপুটি চিফ এক্সেকিউটিভ ও চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান, হেড অফ প্রোডাক্ট সৌরভ প্রকাশ খারেসহ আরও অনেকেই ছিলেন।

স্যামসাং গ্যালাক্সি এস৯ প্লাস প্রি-অর্ডার করা যাবে এই ঠিকানায়

এস এম তাহমিদ

আরও পড়ুন: গ্যালাক্সি এস৯ প্লাস : দুর্দান্ত ফিচারে বিলাসী ফ্ল্যাগশিপ, ডিজাইন আগের মতোই

*

*

Related posts/