Maintance

উইন্ডোজে যুক্ত হচ্ছে 'আল্টিমেট পারফরমেন্স'

প্রকাশঃ ১১:২০ অপরাহ্ন, ফেব্রুয়ারি ১৭, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৫ অপরাহ্ন, ফেব্রুয়ারি ১৭, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডেস্কটপের ক্ষেত্রে শক্তি সাশ্রয়ের চেয়ে পারফরমেন্স অধিক জরুরি। সেটি মাথায় রেখেই ডেস্কটপ কম্পিউটারের সবটুকু পারফরমেন্স নিংড়ে নিতে উইন্ডোজ ১০ প্রোতে ‘আল্টিমেট পারফরমেন্স’ অপশন যুক্ত করছে মাইক্রোসফট।

নতুন ফিচারটি এর মধ্যেই উইন্ডোজ ১০ প্রো এর পরীক্ষাধীন সংস্করণ ইনসাইডার বিল্ড ১৭১০১ ব্যবহারকারীরা পেয়ে গেছেন।

Symphony 2018

পূর্বের উইন্ডোজ সংস্করণগুলোতে থাকা ‘হাই পারফরমেন্স’ মোডের চেয়েও আল্টিমেট পারফরমেন্স মোড অধিক কার্যকর হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।

তাদের দাবি, এ মোডটি চালু করা হলে কম্পিউটারের প্রায় প্রতিটি হার্ডওয়্যারের শক্তিসঞ্চয় করার অপশনগুলো বন্ধ করে সবকিছু সর্বোচ্চ পারফরমেন্সে ধরে রাখা হবে। এর ফলে প্রচুর শক্তিক্ষয় ও তাপ উৎপন্ন হবে, যার ফলে ব্যাটারিচালিত কোনো ডিভাইসেই অপশনটি দেয়া হবে না। তবে মোডটি ব্যবহার করলে পিসিতে আর কোনো ছোটখাট ল্যাগের দেখাও পাওয়া যাবে না।

আপডেটটি আপাতত ‘উইন্ডোজ ১০ প্রো ফর ওয়ার্কস্টেশনস’ সংস্করণে যুক্ত করা হচ্ছে। ব্যবহারকারীরা মার্চ মাসে আপডেটটি পেতে পারেন। তবে এখনই সেটি পরীক্ষা করে দেখতে চাইলে উইন্ডোজ ১০ এর পরীক্ষাধীন সংস্করণ ইন্সটল করতে হবে। সেজন্য পিসির সেটিংস থেকে উইন্ডোজ ইনসাইডার হবার জন্য আবেদন করলেই আপডেট হাজির হয়ে যাবে।

ইউবারগিজমো অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/