Maintance

জাকারবার্গের ছবিতে কমেন্ট করে প্রতিবাদ

প্রকাশঃ ১০:৫২ পূর্বাহ্ন, ফেব্রুয়ারি ১৭, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:২২ অপরাহ্ন, ফেব্রুয়ারি ১৭, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: কোনো কারণ ছাড়াই ফেইসবুক অ্যাকাউন্ট ব্লক করে তোপের মুখে পড়েছেন প্রতিষ্ঠানটির সিইও মার্ক জাকারবার্গ।

মার্কিন প্রবাসী ইথিওপিয়ান অ্যাক্টিভিস্ট জাওয়ার মোহাম্মদের অ্যাকাউন্ট ব্লক করার প্রতিবাদে তার ফলোয়াররা জাকারবার্গের ভ্যালেন্টাইনস ডের ছবির নিচে কমেন্টের বন্যা ভাসিয়ে দিয়েছেন। প্রতিটি কমেন্টে জাকারবার্গ ও ফেইসবুকের উদ্দেশে জাওয়ারের অ্যাকাউন্ট আনব্লক করার দাবি জানানো হয়।

Symphony 2018

১২ লাখ ফলোয়ারের এই অ্যাক্টিভিস্টের ভেরিফায়েড প্রোফাইলটি হুট করেই ব্লক করে দিয়েছিলো ফেইসবুক। আর এতেই শুরু হয় প্রতিবাদ। এ বিষয়ের জের ধরে ‘আনব্লক জাওয়ার নাও’ এবং ‘ব্লক আস অল’ নামে টুইটারেও তৈরি হয় হ্যাশট্যাগ।

তবে হ্যাশট্যাগের চেয়ে বেশি কাজে দেয় জাকারবার্গের ভ্যালেন্টাইনস ডের ছবির নিচে করা একের পর এক কমেন্ট।

কমেন্টগুলোতে লেখাছিলো ‘জাওয়ারের অ্যাকাউন্টটি আনব্লক করো’। শেষ পর্যন্ত কমেন্টগুলো ফেইসবুকের নজর এড়ায়নি। ঘণ্টাখানেকের মধ্যেই খুলে দেওয়া হয় জাওয়ারের অ্যাকাউন্ট। একইসঙ্গে এমন ভুলের জন্য দুঃখও প্রকাশ করে ফেইসবুক।

সিএনবিসি অবলম্বনে এম. রহমান

*

*

Related posts/