Maintance

ভিডিওতে আমিরের প্রথম প্রেমের স্মৃতিচারণা

প্রকাশঃ ৩:৪৪ অপরাহ্ন, ফেব্রুয়ারি ১৫, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৩ পূর্বাহ্ন, ফেব্রুয়ারি ১৭, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভালোবাসা দিবসে আমির খান তার ভক্তদের জন্য বিশেষ একটি ভিডিও ছেড়েছেন তার ফেইসবুক পেইজে। ভিডিওর ওপরে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘আমির কা পাঠশালা’। ভিডিওতে তিনি তার প্রথম ভালোবাসার কথা বলেছেন।

তিনি জানিয়েছেন, প্রথম বার তিনি যখন প্রেমে পড়েন তখন তার বয়স ছিলো ১০ বছর। টেনিস কোচিংয়ে গিয়ে তিনি ওই মেয়ের দেখা পান। তার দৃষ্টি আকর্ষণের চেষ্টাতেই টেনিস খেলায় পারদর্শী হয়ে যান আমির।

aamir-khan-techshohor

Symphony 2018

এক বছর পর মেয়েটির পরিবার শহর ছেড়ে চলে যায়। মেয়েটিকে তার কিছুই বলা হয়নি। এই এক তরফা ভালবাসা থেকেও আমির কখনও কিছু আশা করেননি। ভিডিওটি দেখা হয়েছে আট লাখ ১৫ হাজার বার।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/