Maintance

দরজা খুলতে শিখেছে রোবট 'স্পট মিনি'

প্রকাশঃ ৬:৫৭ অপরাহ্ন, ফেব্রুয়ারি ১৩, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:১১ অপরাহ্ন, ফেব্রুয়ারি ১৩, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : রোবট নিয়ে গবেষণায় তারা ক্ষান্ত দেয়নি, তা প্রমাণ করতে কিছুদিন পর পর বোস্টন ডাইনামিকস তাদের তাক লাগানো রোবোটগুলোর কার্যকলাপের ছোট ভিডিও আপলোড করে থাকে।

সর্বশেষ ভিডিওতে দেখা গেছে, তাদের চারপেয়ে রোবট এখন দরজা খোলাও শিখে ফেলেছে। দরজা বন্ধ করে রোবোটদের থেকে পালানোর সুযোগটিও এর মাধ্যমে ফুরিয়ে গেল।

এমনকি বোস্টন ডাইনামিকসের চিরচেনা রোবট স্পট মিনির সঙ্গে এবার একটি রোবট হাত যুক্ত করা হয়েছে।

ভিডিওতে দেখানো হয়েছে, স্পট মিনি বন্ধ দরজার সামনে আটকে যাওয়ার পর হাতওয়ালা মডেলের আরেকটি স্পট মিনি এসে তার জন্য দরজা খুলে দেয়।

প্রথম রোবটটি দরজা দিয়ে ঢুকে যাওয়ার পর অন্যটিও তার পেছনে চলে যাওয়ায় দরজা নিজ থেকেই বন্ধ হয়ে যায়।

Symphony 2018

ভিডিওটির মাধ্যমে বোস্টন ডাইনামিকস দুটি জিনিস প্রমাণ করেছে, তাদের রোবটের চলাফেরা ও অভিব্যক্তি খুবই সাবলীল, তাদের কাজকর্ম দেখে প্রাণহীন বা যান্ত্রিক মনে হবে না।

এ ছাড়াও স্পট মিনি যে কোনো পরিস্থিতিতে ভারসাম্য ধরে রাখতে সক্ষম তারও প্রমাণ হয়ে গেছে। দরজা খোলার সময় ধাক্কা খেলেও স্পট পড়ে যায়নি।

তার মানে এই নয়, রোবটগুলো সবকিছু নিজ থেকেই করেছে। ভিডিওতে কোনো তথ্য দেয়া হয়নি, অথবা একবারও দাবি করা হয়নি রোবটগুলো স্বতন্ত্র।

রোবটগুলোকে ভিডিওর আড়ালে কেউ রিমোট কন্ট্রোল করছিল কিনা তাও জানা যায়নি। তবে তার পরও, রোবটগুলোর সাবলীল চলাফেরা তারিফ করার মতো।

এনবিসি অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/