Maintance

ভারতে মোবাইলে পোলিং বুথের খবর

প্রকাশঃ ৭:৫৩ অপরাহ্ন, এপ্রিল ২০, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৩ অপরাহ্ন, এপ্রিল ২০, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভারতের চলমান লোকসভা নির্বাচনে ভোটারদের ভোগান্তি পোহাতে ডিজিটাল পদ্ধতি নেওয়া হয়েছে। মোবাইলেই পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশনের লিস্টে নিজের নাম এবং পোলিং বুথ সংক্রান্ত তথ্য।

শুধু নিজের ভোটার আইডি কার্ড নম্বর (EPIC নম্বর) লিখে এসএমএস করলেই এসব তথ্য পাওয়া যাচ্ছে। ফলে ভোটারদের বিভিন্ন জায়গায় গিয়ে পোলিং বুথের তথ্য জানতে হচ্ছে না।

Lokshova election india-TechShohor

আর এই তথ্য পেতে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে EIS লিখে স্পেস দিয়ে নিজের ভোটার আইডি নম্বর লিখতে হবে ও পাঠিয়ে দিতে হবে ৯২৮২২ ০৪০৩৩ নাম্বারে।

– এই সময় অবলম্বনে তুহিন মাহমুদ

*

*

Related posts/