HP Banner
Maintance

আসুসের নতুন ফোনের ছবি ফাঁস

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৮, ০৪:৩৪ - আপডেটঃ ফেব্রুয়ারি ১২, ২০১৮, ০৪:৩৬

Symphony 2018

টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : চলতি মাসে অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে আসুসের নতুন ফোনের উন্মোচন করা হবে। জেনফোন ৫ লাইট নামে ফোনটি সম্পর্কে আসুস কিছু জানালেও অনলাইনে ফাঁস হয়েছে ফোনটির নানা ছবি ও তথ‍্য।

প্রযুক্তি পণ্যের তথ্য ফাঁসকারী হিসেবে পরিচিতি পাওয়া ইভান ব্লাস টুইটারে ফোনটির তথ‍্য ফাঁস করেছেন।

ইভান ব্লাস জানিয়েছেন, ফোনটিতে ক‍্যামেরার দিকে বেশি নজর দেওয়া হয়েছে। ফোনের পেছনে থাকছে ১৬ মেগাপিক্সেলের ডুয়েল ক‍্যামেরা ও সামনে থাকতে পারে ২০ মেগাপিক্সেলের ডুয়েল ক‍্যামেরা। ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে এতে মিলবে ৫ দশমিক ৭ বা ৬ ইঞ্চির ডিসপ্লে। যার ডিসপ্লে রেশিও হবে ১৮:৯।

ফাঁস হওয়ার ছবিতে দেখা যায়, ফোনটির পেছনে রয়েছে ডুয়েল ক‍্যামেরা সেটআপ। ক‍্যামেরার নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফুল মেটাল বডির পাশাপাশি রয়েছে টাইপ সি পোর্ট সুবিধা। ডিভাইসটি আসুসের অন্য ফোনগুলোর তুলনায় আরও পাতলা বলে ধারণা করা হচ্ছে।

তবে ফোনটির মূল‍্য কতো হবে সে সম্পর্কে কোনো তথ‍্য জানা যায়নি। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অনুষ্ঠিতব্য আসুসের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানা যাবে।

জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

আর‌ও পড়ুন:

*

*

সর্বাধিক পঠিত