Maintance

ইউটিউব স্টুডিও অ্যাপে সহজেই চ‍্যানেল নিয়ন্ত্রণ

প্রকাশঃ ৭:৩৭ অপরাহ্ন, ফেব্রুয়ারি ১৮, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৮:১২ অপরাহ্ন, ফেব্রুয়ারি ১৮, ২০১৮

টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : ইউটিউব চ্যানেলে নতুন কোন মন্তব্য  এলো কিনা বা কতো ভিউ হলো ইত‍্যাদি তথ‍্যগুলো জানতে আর ওয়েব ব্রাউজারে যেতে হবে না।

এখন চলার পথে তা দ্রুত জানার জন‍‍্য ব‍্যবহারকারীদের জন্য আনা হয়েছে ‘ইউটিউব স্টুডিও’ নামে চমৎকার একটি অ্যাপ। অ্যাপটি ব‍্যবহার করে চলার পথে হাতে থাকা স্মার্টফোন থেকেই ইউটিউব চ‍্যানেল সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেয়া যাবে।

এক নজরে অ্যাপটির ফিচার

১. অ্যাপটিতে ইউটিউব চ‍্যানেল সাবসক্রাইব থেকে শুরু করে প্রতিটি ভিডিওর অ্যানালেটিক্স সম্পর্কে জানা যাবে।

২. ইউটিউব চ‍্যানেলে আসা নতুন মন্তব‍্যের ফিল্টার ও উত্তর সহজেই দেয়া যাবে অ্যাপটির সাহায‍্যে।

৩. ইউটিউচ চ‍্যানেলে কোন আপডেট বা মন্তব‍্যে এলে তা নোটিফিকেশনের মাধ‍্যমে জানিয়ে দেবে।

Symphony 2018

৪. ভিডিওর প্লে লিস্ট ম‍্যানেজ করা যাবে অ্যাপটির সাহায‍্যে। এ ছাড়া ভিডিওতে থাকা থাম্বানাইল ছবি, মনোটাইজেশন সেটিংস ইত‍্যাদিও নিয়ন্ত্রণ করা যাবে।

৫. অ্যাপটিতে নেই কোন বিজ্ঞাপনের ঝামেলা। এর ইউজার ইন্টারফেইসও খুব সুন্দর।

গুগল প্লেস্টোরে ৪.৩ রেটিং প্রাপ্ত অ্যাপটি এক কোটির বেশি ডাউনলোড হয়েছে। এই ঠিকানা থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

তুসিন আহমেদ

আরও পড়ুন ঃ

দেশের ইউটিউবারদের নিয়ে বই

দেশে মাসে ইউটিউব ভিউ ৩০০ কোটি

*

*

Related posts/