Maintance

যারা আনছে ফাইভজি

প্রকাশঃ ৫:৫৭ অপরাহ্ন, ফেব্রুয়ারি ১০, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:২২ অপরাহ্ন, ফেব্রুয়ারি ১১, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আগামী বছর থেকেই বিশ্বের বেশ কিছু দেশে চালু হতে যাচ্ছে ফাইভজি নেটওয়ার্ক।

Symphony 2018

অত্যন্ত দ্রুতগামী ও প্রায় ল্যাগহীন এই নেটওয়ার্ক ব্যবহারের উপযোগী করে ডিভাইস তৈরি করছে বেশ কিছু নির্মাতা। প্রায় প্রতিটি নির্মাতাই ফাইভজি নেটওয়ার্ক ব্যবহারের জন্য তাদের ডিভাইসে রাখবে কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স৫০ ফাইভজি এনআর মডেম।

মডেমটি ব্যবহারের জন্য কোয়ালকমের সঙ্গে এ পর্যন্ত চুক্তি করেছে নির্মাতা অপ্পো, নকিয়ার নির্মাতা এইচএমডি গ্লোবাল, এইচটিসি, এলজি, সনি, ভিভো, শাওমি, জেডটিই, ফুজিৎসু, আসুস, শার্প, নোভাটেল, নেটকম, নেটগিয়ার, সিয়েরা, টেলিট, উইংটেক ও ডব্লিউএনসি। নির্মাতাদের তালিকা থেকে বোঝা যাচ্ছে, ফোনের পাশাপাশি ট্যাবলেট, রাউটার, ল্যাপটপ ও অন্যান্য ডিভাইসও আসতে যাচ্ছে ফাইভজি।

5g-netwark-techshohor
ফাইভজি নেটওয়ার্ক বর্তমান থ্রিজি বা ফোরজির চাইতে বহুগুণ দ্রুতগতিতে কাজ করবে। গতি বাড়ানোর চেয়ে নেটওয়ার্কের ল্যাগ যাতে কম হয় সেদিকেই বেশি জোর দেওয়া হচ্ছে। বর্তমানে ফাইভজির ল্যাগে গেইমিংয়ে সমস্যা না হলেও সূক্ষ্ম কাজ করার জন্য এই গতি যথেষ্ট নয়।
যেমন এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য আদান প্রদানের প্রয়োজন ঠিক ততটুকু কম ল্যাগে কাজ করতে সক্ষম নয়। ফাইভজির মাধ্যমে প্রয়োজনে রিমোট কন্ট্রোলের মাধ্যমে সার্জারির মতো কাজও করা যাবে।
গ্যাজেটনাউ অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/