HP Banner
Maintance

ফাঁস হয়ে গেল গ্যালাক্সি সি১০ প্লাস

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৮, ০৯:৩০ - আপডেটঃ ফেব্রুয়ারি ৮, ২০১৮, ০৮:২৩

Symphony 2018

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: স্যামসাং গ্যালাক্সি এস৯ এর তথ্য-ছবি ফাঁসের হিড়িকের পর এবার ফাঁস হয়েছে গ্যালাক্সি সি১০ প্লাস।

মাঝারি মূল্যের ফোন সিরিজের নতুন ডিভাইসটি আনটুটু বেঞ্চমার্কের তালিকায় দেখা মিলেছে।

স্যামসাং এসএম-সি৯১৫০ ফোনটির নাম সরাসরি না বলা হলেও যেহেতু গ্যালাক্সি সি৯ এর মডেল নম্বর সি৯০০ এর সঙ্গে এর মিল রয়েছে, তাই ধারণা করা হচ্ছে এটি গ্যালাক্সি সি১০ প্লাস হতে যাচ্ছে।

নতুন ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর, অ্যাড্রিনো ৫১২ জিপিউ, ৬ গিগাবাইট র‌্যাম ও ৬৪ গিগাবাইট স্টোরেজ।

ডিসপ্লে রেজুলেশন ফুল এইচডিতেই রাখা হয়েছে, ১৯২০ x ১০৮০। রেজুলেশনের অনুপাত অনুযায়ী ফোনটিতে ১৮:৯ লম্বাটে ডিসপ্লে থাকছে না।

মাঝারি মূল্যের ফোন হওয়ায় নতুন হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যারের দিক থেকেও নতুনত্ব নেই। ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৭ নুগ্যাট অপারেটিং সিস্টেম।

ফোনটি কবে নাগাদ বাজারে আসবে, ক্যামেরা কী দেয়া হয়েছে বা ফোনটির মূল্য কত হবে তার বিষয়ে কিছুই জানা যায়নি। তবে সি৯ এর মূল্যের সমান হবার সম্ভাবনাই বেশি।

নতুন ফোনটি স্যামসাং গ্যালাক্সি এস৯ বাজারে আসার পর উন্মোচন হতে পারে।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

সর্বাধিক পঠিত