HP Banner
Maintance

১০০ কোটি ফোনে থাকবে ফেইস আনলক প্রযুক্তি

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৮, ০৪:৫৯ - আপডেটঃ ফেব্রুয়ারি ৮, ২০১৮, ০৫:০৩

fbi-facial-recognition-techshohor
Symphony 2018

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টাচ আইডির বদলে স্মার্টফোনে ফেইস আনলক সলিউশন যুক্ত করার ট্রেন্ড শুরু হতে যাচ্ছে। এমন তথ্য জানিয়েছে, মার্কেট রিসার্চ প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট টেকনোলজি।

তাদের দেওয়া তথ্য মতে, ২০২০ সালের মধ্যে একশ’ কোটি ফোনে নিরাপত্তা ফিচার হিসেবে যুক্ত হতে যাচ্ছে ফেইস আনলক সল্যুশন। মূলত ফেইস ও আইরিস স্ক্যান করার প্রযুক্তিকেই ফেইস আনলক সল্যুশন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

face-ID-techshohor
এর আগে আইফোন ১০ এ ফেইস আইডি ও স্যামসাংয়ের গ্যালাক্সি নোট৮ এ আইরিস প্রযুক্তির ব্যবহার দেখা গেছে। অ্যাপল ও স্যামসাংয়ের এই দুই ফেইস আনলক সল্যুশন অপ্পো, ভিভো, শাওমি, ওয়ানপ্লাস ও হুয়াওয়ের ফোনেও ব্যবহার করা হবে। আর এতেই ফেইস আনলক সল্যুশন ব্যবহার করা ফোনের সংখ্যা একশ’ কোটিতে গিয়ে ঠেকবে।

তাই গবেষকদের মতে, অ্যাপল ও স্যামসাংয়ের প্রতিদ্বন্দ্বীদের মাধ্যমেই প্রচলিত ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তির বিলুপ্তি ঘটাবে।

কাউন্টার পয়েন্টের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ পাভেল নাইয়া জানিয়েছেন, ২০২০ সালের মধ্যে ৬০ শতাংশ ফোনেই থ্রিডি টেকনোলজি ব্যবহার করা হবে।  থ্রিডি সেন্সরের ডেটা কাজে লাগিয়ে অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারও বাড়ানো হবে।

বিজিআর অবলম্বনে আনিকা জীনাত

*

*

সর্বাধিক পঠিত