Maintance

আবারও ফাঁস হলো নকিয়া ৭ প্লাস

প্রকাশঃ ৮:৪৫ অপরাহ্ন, ফেব্রুয়ারি ৭, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৮ অপরাহ্ন, ফেব্রুয়ারি ৮, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নির্মাতা এইচএমডি গ্লোবাল এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে আনতে যাচ্ছে নকিয়া ৭ প্লাস, এ তথ্য নতুন নয়। ফোনটির পূর্ণাঙ্গ ছবি এবার ফাঁস হয়েছে।

ছবিতে দেখা গেছে, ফোনটিতে থাকছে ১৮:৯ লম্বাটে ও কম বেজেলের ডিসপ্লে, পেছনে থাকছে ডুয়াল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

তথ্য অনুযায়ী নকিয়া ৭ প্লাসে থাকছে ৬ ইঞ্চি ডিসপ্লে, ডুয়াল ১২+১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, কোয়ালকম স্ন্য়াপড্রাগন ৬৬০ প্রসেসর, ৪ গিগাবাইট র‌্যাম ও ৬৪ গিগাবাইট স্টোরেজ। ফোনটির ক্যামেরার লেন্স তৈরি করছে জাইস অপটিকস। বাদ যাচ্ছে না মেমরি কার্ড স্লট।

নকিয়া এখনো পর্যন্ত ২০১৭ সালে শুরু হওয়া লম্বাটে ডিসপ্লে ও বেজেলহীন ফোনের স্রোতে গা ভাসায়নি, এটাই হবে তাদের প্রথম ১৮:৯ অনুপাতের ডিসপ্লে সমৃদ্ধ ফোন।

নকিয়ার মাঝারি মূল্যের ফোনের কাতারে এটাই হবে সবচেয়ে শক্তিশালী ফোন। মূল্যের বিষয় এখনো কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, নকিয়া ৬ এর চেয়ে বেশি হলেও নকিয়া ৮ এর চেয়ে দাম কম হবে। বাকিটা জানতে এমডব্লিউসি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/