Maintance

ভিভোর বেজেলবিহীন ফোনের ছবি ফাঁস

প্রকাশঃ ৫:৪১ অপরাহ্ন, ফেব্রুয়ারি ৭, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪১ অপরাহ্ন, ফেব্রুয়ারি ৭, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চীনা সোশ্যাল মিডিয়া উইবোতে সম্প্রতি ভিভোর একটি ফোনের ছবি ফাঁস হয়েছে।

নতুন ফোনটির মডেল বা স্পেসিফিকেশন সম্পর্কে কিছুই জানা যায়নি।ফোনটির মূল বিশেষত্ব, সামনে ডিসপ্লের চার পাশে একদমই বেজেল নেই। ফোনটির সামনের ক্যামেরা কোথায় দেয়া হয়েছে সেটা নিয়ে গুঞ্জন চলছে, সম্ভাবনা আছে ক্যামেরাটি স্ক্রিনের নিচেই দেয়া হয়েছে।

ভিভো সম্প্রতি ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট রিডার সমৃদ্ধ ফোন বাজারে এনেছে।ফলে ধারণা করা হচ্ছে, এ ফোনেও ডিসপ্লের মধ্যেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

তবে আরও তথ্য না পাওয়া পর্যন্ত তা ঠিক বলা সম্ভব নয়, সেন্সরটি কোথায় থাকতে পারে। স্পেসিফিকেশনের ব্যাপারে কিছু না জানা গেলেও সম্ভাবনা আছে ফোনটি ফ্ল্যাগশিপ ডিভাইস হওয়ার।

ভিভো বেশ কিছুদিন ধরেই বাজারে নিজের অবস্থান শক্ত করার জন্য কাজ করে যাচ্ছে। মূলত ক্যামেরার দিকে জোর দেয়া ব্র্যান্ডটি এর মধ্যেই দক্ষিণ এশিয়ায় বেশ নাম করেছে। ফোনটি বাজারে আসলে ফ্ল্যাগশিপ বাজারেও তারা জায়গা করে নিতে পারবে।

জিএসএমএরিনা অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/