HP Banner
Maintance

শাওমি পোলারিসের তথ্য ফাঁস

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৮, ০২:৩৮ - আপডেটঃ ফেব্রুয়ারি ৭, ২০১৮, ০৬:৪৭

Symphony 2018

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফোনের পারফরমেন্স যাচাইয়ের অ্যাপ আনটুটুর স্ক্রিনশটে শাওমির নতুন ফোন পোলারিসের দেখা মিলেছে।

নতুন ডিভাইসটি পারফরমেন্সের বিচারে ২ লাখ ৭০ হাজার ৪৬১ পয়েন্ট পেয়ে সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড ফোনের খেতাব পেতে যাচ্ছে।

অনেকেই দাবি করছেন, পোলারিস (কোডনেম) নামক ডিভাইসটি আসলে এমআই মিক্স ২এস। অল্প কিছুদিনের মধ্যেই মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফোনটি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। ফোনটিতে কোয়ালকম স্ন্য়াপড্রাগন ৮৪৫ প্রসেসর থাকবে বলেই ধরে নেওয়া হচ্ছে।

বেজেলবিহীন স্মার্টফোন নির্মাণের ট্রেন্ড শুরু হওয়ার প্রথম থেকেই শাওমি এমআই মিক্স অন্য সবাইকে টেক্কা দিয়ে আসছে। এমআই মিক্স ২এস ফোনটির কিছু ফাঁস হয়ে যাওয়া রেন্ডারে দেখা গেছে ফোনটিতে একেবারেই বেজেল থাকছে না। শুধু ওপরের ডান কোনায় ডিসপ্লেতে একটি নচ দিয়ে সামনে ক্যামেরা বসানো হয়েছে।

এমআই মিক্স ২এস মূল্য অনুযায়ী শাওমির প্রিমিয়াম ফোনের তালিকায় যুক্ত হতে যাচ্ছে। ফলে এর দাম ৭০০ ডলারেরও বেশি হতে পারে। প্রথমে ফোনটি শুধু চীনে পাওয়া গেলেও পরে ধীরে ধীরে অন্যান্য দেশের বাজারেও ফোনটি ছাড়া হবে।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

সর্বাধিক পঠিত