Maintance

দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের গেইম ব্যাটালিয়ন ১৯৪৪

প্রকাশঃ ১০:৪০ অপরাহ্ন, ফেব্রুয়ারি ২৪, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৫ অপরাহ্ন, ফেব্রুয়ারি ২৪, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : পুরাতন কিন্তু আজও জনপ্রিয় কিছু গেইম, যেমন কল অফ ডিউটি ২ বা প্রথম মেডাল অফ অনারের আদলে তৈরি গেইম ব্যাটালিয়ন ১৯৪৪ সম্প্রতি মুক্তি পেয়েছে।

ক্রাউডফান্ডিং থেকে পাওয়া গেইমগুলো সাধারণত তেমন জনপ্রিয়তা না পেলেও ব্যাটালিয়ন ১৯৪৪ দ্রুতই গেইমিং প্ল্যাটফর্ম স্টিমের ২৫ জনপ্রিয় গেইম তালিকায় পৌঁছে গেছে।

গেইমটি শুধু মাল্টিপ্লেয়ার খেলা যাবে। সময়কাল ধরা হয়েছে ১৯৪৪ সাল, জায়গা এখনো পর্যন্ত ইউরোপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিখ্যাত সব যুদ্ধক্ষেত্রে দুটি পক্ষের এক হয়ে গেইমারকে যুদ্ধে অবতীর্ণ হতে হবে। আপাতত পরীক্ষাধীন থাকায় গেইমটিতে ম্যাপ খুব বেশী নেই, তবে সময়ের সঙ্গে ম্যাপ বাড়ানো হবে বলে জানিয়েছে এর নির্মাতা বাল্কহেড।

গেইমটির গ্রাফিক্স বেশ সুন্দর, তবে সামনের দিনগুলোতে তা আরও মানসম্পন্ন করা হবে বলে জানিয়েছে বাল্কহেড। গ্রাফিক্সের পেছনে কাজ করে মূল গেইমে যাতে সময়ের অভাবে বাগ না রয়ে যায় সেজন্য তারা শুরুতেই গ্রাফিক্সে জোর দেয়নি।

তবে আনরিয়েল ইঞ্জিন ৪ এখনই গেইমটির গ্রাফিক্স ২০১৫ সালের গেইমগুলোর সমকক্ষ করে তুলেছে। গ্রাফিক্সের ওপর চাপ না পড়ায় যারা এখনো কল অফ ডিউটি ২ খেলছিলেন তারা গেইমটি কিনতে উদ্ব‌ুদ্ধ হচ্ছেন।

Symphony 2018

গেইমের প্রতিটি ম্যাপে রয়েছে দুটি ক্যাম্প। লক্ষ্য নিজের ক্যাম্পের দখল ধরে রেখে অন্য পক্ষের ক্যাম্প দখল করা বা ডেথওয়াচে সর্বোচ্চ পয়েন্টের অধিকারী হওয়া।

বাল্কহেডের লক্ষ্য গেইমটিকে কাউন্টার স্ট্রাইক বা ওভারওয়াচের মত ই-স্পোর্টের কাতারে নিয়ে যাওয়া। সে জন্য তারা প্রফেশনাল গেইমারদের গেইমটিতে হাত খোলার জন্য তথ্যবহুল ম্যাপ আপলোড করেছে। গেইমটিতে লুটবক্সের ব্যবস্থা রাখা হয়েছে, গেইম খেলে সেগুলো পাওয়া যাবে অথবা এক ডলার ৭৫ সেন্ট করে সেগুলো কিনতে হবে।

প্রতিটি বাক্সে রয়েছে নতুন অস্ত্রের স্কিন, তবে অস্ত্রের ক্ষমতা বাড়বে এমন কোনও কিছু বক্সে পাওয়া যাবে না। বাল্কহেডের দাবি, এমন আইটেম দেয়া হলে গেইমটি কখনোই স্পোর্টের কাতারে পৌঁছাবে না।

সুন্দর গ্রাফিক্স, ক্লাসিক গেইমপ্লে ও নতুন করে দ্বিতীয় মহাযুদ্ধ নিয়ে খেলার সুযোগ নিয়ে আসা গেইমটির সম্পূর্ণ উন্মোচন হবে আগামী বছর। আপাতত গেইমটি স্টিম আর্লি অ্যাক্সেসে রয়েছে। তবে ভুলে গেলে চলবে না, স্টিম আর্লি অ্যাক্সেসে থেকেই প্লেয়ার আননোনস ব্যাটল গ্রাউন্ডস জনপ্রিয়তার শিখরে উঠে গেছে।

গেইমটি খেলতে প্রয়োজন হবে ডুয়াল কোর ৩ গিগাহার্জ প্রসেসর, ২ গিগাবাইট ডাইরেক্টএক্স ১১ সমর্থিত গ্রাফিক্স কার্ড ও ৮ গিগাবাইট র‌্যাম।

*

*

Related posts/