Maintance

নতুন রূপে আসছে জেনফোন ৫

প্রকাশঃ ৪:৩৩ অপরাহ্ন, ফেব্রুয়ারি ৫, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫১ অপরাহ্ন, ফেব্রুয়ারি ৫, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আসুস তাদের স্মার্টফোন সিরিজে যুক্ত করতে যাচ্ছে নতুন কিছু ডিভাইস।

ধারণা করা হচ্ছে, আগামী ২৭ ফেব্রুয়ারি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফোনটি উন্মোচন করা হবে।

তবে আসুস এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করেনি। অনলাইনে ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে, এবার উন্মোচনের তালিকায় রয়েছে আসুসের নতুন জেনফোন ৫। একই নামে তারা আগেও বেশ কিছু ফোন বাজারে এনেছিল। ফলে একে জেনফোন ৫ এর পুনর্জন্মও বলা যেতে পারে।

নতুন জেন‌ফোন ৫ এর ইউজার ম্যানুয়াল থেকে তার অবয়ব অনলাইনে ফাঁস হয়েছে। ফোনটির মূল আকর্ষণ এর পেছনে থাকা ডুয়েল ক্যামেরা। এর ডিসপ্লের অনুপাত ১৮:৯। জেনফোন ৫ এর এই সংস্করণে থাকছে ৫ দশমিক ৭ ইঞ্চি এবং ২১৬০ x ১০৮০পি রেজুলেশনের ডিসপ্লে।

প্রসেসর সম্পর্কে কিছু না জানা গেলেও, ফোনটিতে ৪ গিগাবাইট র‌্যাম থাকছে। বেশি দামের সংস্করণটিতে থাকছে ৬ গিগাবাইট র‌্যাম। ইউএসবি সি পোর্টের বদলে ফোনটিতে মাইক্রোইউএসবি পোর্ট থাকছে। এতে কোনো ডুয়েল স্পিকার নেই। একমাত্র স্পিকারটি রয়েছে ফোনের ব্যাক সাইডে।

ফোনগুলোর মূল্য সম্পর্কে এখনো কিছু না জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ফোনটির দাম হবে ৩০০ ডলারের মধ্যে।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/