HP Banner
Maintance

কমশক্তির ফোনের জন্য গুগলের 'অ্যাসিস্ট্যান্ট গো'

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৮, ১০:৩০ - আপডেটঃ ফেব্রুয়ারি ৪, ২০১৮, ০৯:৫৪

Symphony 2018

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইউটিউব গো, ফাইলস গোয়ের পর গুগল অ্যাসিস্ট্যান্টের হালকা সংস্করণ ‘অ্যাসিস্ট্যান্ট গো’ গুগল প্লে স্টোরে উন্মুক্ত করেছে।

সংস্করণটিতে অ্যাসিস্ট্যান্টের বেশ কিছু ফিচার বাদ দেয়া হয়েছে শুধু র‌্যাম ও প্রসেসরের ওপর চাপ কমানোর জন্য। মূলত কম শক্তির ফোনের জন্য এই সংস্করণ আনা হয়েছে।

অ্যাসিস্ট্যান্ট গো এর মাধ্যমে সরাসরি গুগলের সঙ্গে কথা বলে ফোন কল করা, ম্যাসেজ পাঠানো, গান বাজানো বা ম্যাপে ন্যাভিগেট করা করা যাবে। সেজন্য অতিরিক্ত চার্জ ক্ষয় বা ল্যাগ সহ্য করতে হবে না।

তবে র‌্যাম খরচ কমাতে বাদ পড়েছে বেশ কিছু ফিচার। অ্যাসিস্ট্যান্ট কিবোর্ড নেই, রিমাইন্ডার দেয়া যাবে না। বাদ পড়েছে স্মার্টহোম নিয়ন্ত্রণের সুবিধাও। তবে গুগলের ভাষ্য, ভবিষ্যতে বেশ কিছু নতুন ফিচার ফিরিয়ে আনা হবে।

আপাতত ফিচারটি ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান, জাপানি, পর্তুগিজ, স্প্যানিশ ও থাই ভাষা সমর্থন করবে। ভবিষ্যতে অন্যান্য ভাষা এতে যুক্ত করা হবে।

অ্যাসিস্ট্যান্ট গো ব্যবহার করার জন্য ফোনে অ্যান্ড্রয়েড ৮ ওরিও অপারেটিং সিস্টেম বাধ্যতামূলক করা হয়েছে।এই লিঙ্ক থেকে এটি পাওয়া যাবে।

এস এম তাহমিদ

*

*

সর্বাধিক পঠিত