Maintance

ব্যবহারকারীরা ফেইসবুকে কম সময় থাকছেন

প্রকাশঃ ১২:২৩ অপরাহ্ন, ফেব্রুয়ারি ১, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৮ অপরাহ্ন, ফেব্রুয়ারি ৩, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ব্যবহারকারীদের ফেইসবুকে থাকার সময়কাল দিনে ৫০ মিলিয়ন ঘণ্টা কমেছে।

প্রতি ব্যবহারকারীর ক্ষেত্রে যা দিনে ২ দশমিক ১৪ মিনিট করে কমেছে। এটা গত বছরের চতুর্থ প্রান্তিকের হিসাব।

ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছেন, ফেইসবুকের ব্যবহার করার মোট সময় ৫ শতাংশ কমেছে।

চলতি বছরের প্রথম ভাগেই ফেইসবুক নতুন করে নিউজফিড সাজাতে যাচ্ছে। এর ফলে ফেইসবুকে ব্যবহারকারীদের সংখ্যা এমনিতেই কমে যাবে বলে আংশকা করা হচ্ছে। এর আগেই ব্যবহাকারীদের সংযুক্ত থাকার সময় কমে আসার খবর দিলো ফেইসবুক।

facebook-active-techshohor

যদিও এই হিসাব শুধু যুক্তরাষ্ট্র ও কানাডা অঞ্চলের। তবে এই অঞ্চল থেকেই ফেইসবুক বিজ্ঞাপন প্রচারের জন্য সবচেয়ে বেশি আয় করে থাকে। বৈশ্বিক আয়ের হার যেখানে ছয় দশমিক ১৮ ডলার সেখানে যুক্তরাষ্ট্র ও কানাডা অঞ্চলে ব্যবহারকারী প্রতি এই হার ২৬ দশমিক ৭৬ ডলার। এবারই প্রথমবারের মতো ফেইসবুকের কোনো বাজারে ব্যবহারকারীদের সংযুক্ত থাকার সময়ের হার কমার খবর এলো।

শুধু তাই নয়, প্রতিদিন ফেইসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৮৫ মিলিয়ন থেকে কমে দাঁড়িয়েছে ১৮৪ মিলিয়নে।

আনিকা জীনাত

*

*

Related posts/