Maintance

এমডব্লিউসিতে দেখা মিলবে এমআই মিক্স ২এস

প্রকাশঃ ১১:৩০ অপরাহ্ন, জানুয়ারি ৩০, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৯ অপরাহ্ন, জানুয়ারি ৩০, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) শাওমি এমআই মিক্স ২ ফোনটির নতুন সংস্করণ এমআই মিক্স ২এস উন্মোচন করতে যাচ্ছে।

নতুন ফোনটি সম্পর্কে নির্দিষ্ট করে কিছু না জানা গেলেও, গুঞ্জন রয়েছে এমআই মিক্স ২এস ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর থাকতে পারে।

স্যামসাং গ্যালাক্সি এস ৯ এর পাশাপাশি এটিই প্রথম স্ন্যাপড্রাগন ৮৪৫ সম্বলিত ফোন হিসেবে বাজারে আসতে যাচ্ছে। ব্যবহারকারীদের হাতে কোনটি আগে পৌঁছায় তার ওপর নির্ভর করে ফোনটি প্রথম স্ন্যাপড্রাগন ৮৪৫ চালিত ফোনের খেতাবও পেতে পারে।

তবে প্রসেসর ছাড়া অন্য কোনো হার্ডওয়্যার সম্পর্কে কিছু জানা যায়নি। ফলে ফোনটিতে আর কী নতুনত্ব থাকছে সে বিষয় কিছু বলা যাচ্ছে না।

বেজেলবিহীন ফোনের জোয়ারের একেবারে শুরু থেকে এমআই মিক্স সেটি ধরে রেখেছে। ফলে নতুন ফোনেও বেজেলহীন ডিসপ্লের দেখা মিলবে ধরে নেয়া যেতে পারে। এর বাইরে বাকিটা জানা যাবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে।

এস এম তাহমিদ

*

*

Related posts/