Maintance

নেটগিয়ার ওয়্যারলেস রাউটার বাজারে

প্রকাশঃ ৯:২৬ অপরাহ্ন, এপ্রিল ১৭, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৬ অপরাহ্ন, এপ্রিল ১৭, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড বাজারে এনেছে নেটগিয়ার ব্র্যান্ডের ডব্লিউএন২০৩ মডেলের ৩০০এমবিপিএস পিওই একসেস পয়েন্ট।

লাইফ টাইম ওয়ারেন্টি ও এক্সটারনাল অ্যান্টেনাসহ এই একসেস পয়েন্টটি দেওয়াল অথবা সিলিংসহ যেকোনো স্থানে খুব সহজেই স্থাপন করা যায়।

NETGEAR ACCESS POINT WN203-TechShohor

Symphony 2018

একটি গিগাবিট অটো আপলিংক ইথারনেট পোর্ট ও ৩০০এমবিপিএস ওয়্যারলেস সুবিধাসহ একসেস পয়েন্টটিতে রয়েছে পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু মাল্টিপয়েন্ট এবং ডব্লিউডিএস মোডে তার ছাড়াই এক একসেস পয়েন্ট থেকে অন্য একসেস পয়েন্টের সাথে সংযোগ সুবিধা।

একসেস পয়েন্টটির দাম ৯ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০২-৯৬১২৬২৯-৩০

– সংবাদ বিজ্ঞপ্তি থেকে তুহিন মাহমুদ

*

*

Related posts/