HP Banner
Maintance

ফ্ল্যাগশিপ ট্যাবলেট আনছে হুয়াওয়ে

প্রকাশঃ জানুয়ারি ২৮, ২০১৮, ১১:১০ - আপডেটঃ জানুয়ারি ২৮, ২০১৮, ০৯:০৭

Huawei-techshohor
Symphony 2018

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বড়সড় ফোনের কারণে অ্যান্ড্রয়েড ট্যাবলেটের বাজারে চলছে চরম মন্দা। তার পরও চীনা নির্মাতা হুয়াওয়ে ট্যাবলেট তৈরি বন্ধ করেনি।

প্রতিষ্ঠানটি শিঘ্রই বাজারে আনছে ‘মিডিয়াপ্যাড এম৫’ মডেলের ট্যাবলেট। ফ্ল্যাগশিপ ট্যাবলেটটি মার্চে অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্লড কংগ্রেসে (এমডব্লিউসি) উন্মোচনের সম্ভাবনা রয়েছে।

ট্যাবলেটটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডেরাল কমিউনিকেশনস কমিশন থেকে ছাড়পত্র পেয়েছে। ছাড়পত্রের বিবরণ অনুযায়ী, ট্যাবলেটটিতে থাকছে অ্যালুমিনিয়াম বডি, ২৫৬০ x ১৬০০ পিক্সেল রেজুলেশনের ৮ দশমিক ৪ ইঞ্চি ডিসপ্লে, ফোরজি সিম ব্যবহারের সুবিধা ও ৪৯৮০ এমএএইচ ব্যাটারি।

অপারেটিং সিস্টেম হিসেবে হুয়াওয়ে মিডিয়াপ্যাড এম৫ এ রয়েছে অ্যান্ড্রয়েড ৮ ওরিও অপারেটিং সিস্টেম, কিরিন ৯৬০ প্রসেসর। ট্যাবলেটটি দ্রুত চার্জ সমর্থিত। র‍্যাম ও স্টোরেজের ব্যাপারে কিছু জানা যায়নি।

ট্যাবলেটটির মূল্য সম্পর্কে কিছু জানা যায়নি। তবে স্পেসিফিকেশন অনুযায়ী সেটি চড়া মূল্যের হবে বলে ধারণা করা হচ্ছে। আর পুরো তথ্য এমডব্লিউসিতে জানা যাবে।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

সর্বাধিক পঠিত