Maintance

গুগল বুলেটিনে সবাই সাংবাদিক!

প্রকাশঃ ২:০৩ অপরাহ্ন, জানুয়ারি ২৮, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৩ অপরাহ্ন, জানুয়ারি ২৮, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নাগরিক সাংবাদিকতাকে উদ্বুদ্ধ করতে ‘বুলেটিন’ অ্যাপ সেবা নিয়ে আসছে গুগল।

যে কেউ বুলেটিন অ্যাপের মাধ্যমে ছবি, ভিডিও এবং খবর লিখতে পারবেন। এলাকাভিত্তিক খবরকে আরও জোর দিতে সেবাটি চালু করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

এমন অ্যাপের মাধ্যমে খুব দ্রুত খবর যে কেউ গুগলে সরাসরি পোস্ট করতে পারবেন এবং তা সার্চ করে খুঁজে বের করতে পারবেন। এই সেবাটিকে নাগরিক সাংবাদিকতার একটি বড় অংশ হিসেবে ধরে নেওয়া হচ্ছে। এর ফলে গুগলের নিউজ সার্ভিসে একটি বড় উন্নতি দেখা যাবে।

সেবটি বর্তমানে পরীক্ষামূলকভাবে টেনেসির ন্যাশভিলে এবং ক্যালিফোর্নিয়ার অকল্যান্ড শহরে চলছে।

ধারণা করা হচ্ছে, গুগলের এই সেবা চালু হলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে একটি প্রভাব পড়বে। কারণ, এর জন্য কিছুই লাগবে না। কেবল একটি ফোন হলেই আপনি হয়ে যেতে পারবেন সাংবাদিক।

গুগলের তরফ থেকে বলা হচ্ছে, হাইপারলোকাল নিউজ, যেগুলো সাধারণত মানুষের সামনে আসে না, যেগুলো মূলধারার খবরের নাগালের বাইরে সেগুলোকে সামনে আনতেই তাদের এই প্রয়াস।

দ্য নেক্সটওয়েব অবলম্বনে এম. রহমান

*

*

Related posts/