Maintance

পদ্মাবতের মুক্তি : টুইটারে করনি সেনাদের নিয়ে মশকরা

প্রকাশঃ ৫:৩৫ অপরাহ্ন, জানুয়ারি ২৫, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৬ অপরাহ্ন, জানুয়ারি ২৫, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভারতে অবশেষে মুক্তি পেয়েছে বহুল আলোচিত পদ্মাবত। একশ’ ৯০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই ছবির মুক্তি পাওয়া নিয়েই ছিলো শঙ্কা। নির্ধারিত সময়ের প্রায় দুই মাস পরে মুক্তি পাওয়া এ ছবির কাহিনীর চেয়ে বেশি এখন কথা হচ্ছে করনি সেনাদের উগ্রবাদী কর্মকাণ্ড নিয়ে।

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে এক ব্যবহারকারী লিখেছেন, ক্লাইম্যাক্সটা খুব ভালো লেগেছে যখন সবাই হলের বাইরে থাকা করনি সেনাদের হামলার জন্য অপেক্ষা করছিলো।

padmavat-techshohor

আরেক জন লিখেছেন, করনি সেনারা কেনো তাদের পছন্দের সংস্করণে রানি পদ্মাবতী বানাচ্ছে না। ছবির বিরতির সময় এই ডকুমেন্টরি প্রদর্শন করা যেতে পারে। এতে ছবিও দেখা হবে ইতিহাসও শেখা হবে।

Symphony 2018

অন্য আরেক ব্যবহারকারী লেখেন, খবরদার, পদ্মাবত থ্রিডিতে দেখবেন না। আপনার দিকে ছুটে আসা কোনো তীর করনি সেনারা ছুঁড়ে থাকতে পারে।

টুইটারে অন্য এক ব্যবহারকারী লিখেছেন, এই ছবিতে এমন কিছু নেই যার জন্য এটাকে নিষিদ্ধ করতে হবে। পুরো ছবিতে রাজপুতদের সম্মানের সঙ্গেই উপস্থাপন করা হয়েছে। আমার কথাগুলো মনে রেখে ছবিটা দেখতে যান।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে আনিকা জীনাত

 

*

*

Related posts/