Maintance

স্যামসাংয়ের প্রসেসরে ফোন বানাবে অন্যরাও

প্রকাশঃ ৯:০০ অপরাহ্ন, জানুয়ারি ২৬, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৫ অপরাহ্ন, জানুয়ারি ২৫, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বেশ কিছু মডেলে নিজস্ব প্রসেসর ব্যবহার করলেও স্যামসাং তাদের প্রসেসর অন্যান্য স্মার্টফোন নির্মাতাদের কাছে বিক্রি করার ব্যাপারে কখনোই তেমন পদক্ষেপ নেয়নি।

শুধুমাত্র চীনা নির্মাতা মেইজু তাদের কিছু ফোনে স্যামসাং প্রসেসর ব্যবহার করলেও আর কোনো নির্মাতাকে স্যামসাং এক্সিনস প্রসেসর সমৃদ্ধ ফোন তৈরি করতে দেখা যায়নি।

সম্প্রতি এক রিপোর্টে বলা হয়েছে, স্যামসাং এ অবস্থা বদলানোর জন্য পদক্ষেপ নিচ্ছে। ফলে অচিরেই বাজারে অন্যান্য ব্র্যান্ডের ফোনেও এক্সিনস প্রসেসরের দেখা মিলবে।

বিষয়টি নিয়ে স্যামসাং আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে সাপ্লাই চেইন সংক্রান্ত তথ্য কোনো কোম্পানিই সরাসরি ঘোষণা করে না।

রিপোর্ট অনুযায়ী, ফ্ল্যাগশিপ নয় বরং মাঝারি মূল্যের ফোনগুলোর প্রসেসরের দিকেই স্যামসাং নজর দিচ্ছে। সেক্ষেত্রে স্যামসাংয়ের সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্থ হবে তাইওয়ানের প্রসেসর কোম্পানি মিডিয়াটেক।

মিডিয়াটেক প্রসেসরের সমান মূল্যে এক্সিনস প্রসেসর বিক্রি করা হলে ব্যবহারকারীরা অধিক ক্ষমতার ফোন সমান মূল্যে কিনতে পারবেন।

স্যামসাং প্রসেসরগুলো যুক্তরাষ্ট্র অথবা ইওরোপে বিক্রির ওপর কপিরাইট জটিলতা থাকায় স্যামসাং সে বাজারের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করতে বাধ্য।

তবে এশিয়াতে মাঝারিমূল্যের ফোনের বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে পারলে তাদের প্রসেসর শাখা থেকেও ভালো পরিমাণ লাভ পাবে বলে স্যামসাং আশা করছে।

ইউবারগিজমো অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/