Maintance

ইনস্টাগ্রামে জিআইএফ স্টিকার ফিচার

প্রকাশঃ ৩:২২ অপরাহ্ন, জানুয়ারি ২৪, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:২২ অপরাহ্ন, জানুয়ারি ২৪, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ছবি শেয়ারিং মাধ্যম ইনস্টাগ্রাম নতুন একটি ফিচার এনেছে। নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ছবিতে জিআইএফ স্টিকার যুক্ত করতে পারবেন।

মঙ্গলবার ফেইসবুকের এই কোম্পানি এক ব্লগ পোস্টে জানায়, যখন ইনস্টাগ্রামে কোনো ছবি বা ভিডিও শেয়ার করতে যাওয়া হবে, তখন জিআইএফ অপশন দেখাবে। এটি ট্যাপ করে ওপেন করলেই একটি লাইব্রেরি আসবে যেখানে কয়েক হাজার স্টিকার পাওয়া যাবে। এগুলো থাকছে জিআইপিএইচওয়াই এর সৌজন্যে।

এই প্ল্যাটফর্ম থেকে ব্যবহারকারীরা সাম্প্রতিক অনেক ‘ট্রেন্ডিং টপিক’ও পাবেন। যেখানে খুঁজে ব্যবহারকারীরা তা নিজেদের মতো ব্যবহার করতে পারবেন।

প্রতিষ্ঠানটি বলছে, তাদের এই সংগ্রহে বিভিন্ন অবস্থায় থাকা হার্ট, ড্যান্সিং ক্যাট, পিৎজা রয়েছে। রয়েছে অ্যানিমেশন করা স্টিকার। যেগুলো যেকোনো ফটো বা ভিডিওকে আরও আনন্দদায়ক করে তুলতে পারে।

এছাড়াও প্রতিষ্ঠানটি যেকোনো সাইজের ছবি এবং ভিডিও আপলোড করার ফিচারও এনেছে। এর মাধ্যমে কোনো ছবির কিছু অংশ হারানো বা ভিডিওর কোন অংশ হারানো থেকে রক্ষা করবে।

আসলে এখন কোনো ছবি বা ভিডিও আপলোড করতে চাইলে একেবারেই প্রকৃতটাই আপলোড করা যাবে বলে প্রতিষ্ঠানটি বলছে।

এই জিআইএফ স্টিকার ফিচারটি ইনস্টাগ্রাম ২৯ সংস্করণে পাওয়া যাচ্ছে আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসে।

ইমরান হোসেন মিলন

*

*

Related posts/