HP Banner
Maintance

ওয়ালটন আনলো ‘প্রিমো এনএফ৩’

প্রকাশঃ জানুয়ারি ২৩, ২০১৮, ০৫:২০ - আপডেটঃ জানুয়ারি ২৩, ২০১৮, ০৫:২১

Walton-Primo-NF3-techshohor
Symphony 2018

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন। যার মডেল ‘প্রিমো এনএফ৩’।

ওয়ালটনের কর্মকর্তা আরিফুল হক রায়হান জানান, স্মার্টফোনে হয়েছে ৬ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ফোনটির রেজুলেশন ১২৮০*৭২০ পিক্সেল। ফোনটির পেছনে ও সামনে আছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

Walton-Primo-NF3-techshohor

এতে আরও আছে ১.৩ গিগাহার্জের কোয়াডকোর প্রসেস। ১ গিগাবাইট র‌্যাম ও ৮ গিগাবাইট স্টোরেজ, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোনটিতে ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড নোগাট ৭.০ অপারেটিং সিস্টেম এবং ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি।

ফোনটি কালো ও সোনালি রঙে বাজারে ছাড়া হয়েছে। এর দাম  ৭ হাজার ৯৯ টাকা।

আনিকা জীনাত

*

*

সর্বাধিক পঠিত