![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানগুলো যেন স্টার্টআপ কিংবা ছোট প্রতিষ্ঠান কেনার প্রতিযোগীতায় নেমেছে। একের পর এক স্টার্টআপ প্রতিষ্ঠান কিনছে প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানগুলো। এবার সেই তালিকায় যুক্ত হল টুইটার। জনপ্রিয় মাইক্রোব্লগিং সামাজিক যোগাযোগ মাধ্যমটি তথ্য-উপাত্ত বিশ্লেষক ফার্ম জিনিপ কিনেছে।
ব্যবহারকারীর তথ্য গোপন রাখা ও নির্দোষ উপাত্ত প্রক্রিয়াজাত ও বিশ্লেষণে জিনিপের বিশেষ খ্যাতি রয়েছে। টুইটারের পুরো তথ্য ভান্ডারে প্রবেশাধিকার রয়েছে এমন কয়েকটি ফার্মের মধ্যে জিনিপ অন্যতম।
সম্প্রতি জিনিপ অধিগ্রহণের কথা জানিযেছে টুইটার। তবে এ জন্য কি পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে সে সর্ম্পকে কোনো তথ্য প্রকাশ করেনি টুইটার কর্তৃপক্ষ।
তথ্য-উপাত্ত বিশ্লেষণের জন্য জিনিপের সুনাম রয়েছে। প্রতিষ্ঠানটি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। এটি চার বছর ধরে টুইটারের সঙ্গে তথ্য বিশ্লেষণ ও গবেষণার কাজ করছে।
ভবিষৎতে টুইটারে কে কত প্রভাবশালী, ব্যবহারকারীদের শর্ত মানার প্রবণতা কেমন, নির্দিষ্ট টুইটার ক্যাম্পেইনের প্রভাব কেমন এ সংক্রান্ত উপাত্ত বিশ্লেষণসহ আরও অনেক তথ্য নিয়ে কাজ করবে জিনিপ। ফলে টুইটার জনপ্রিয়তা ধরে রাখতে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
গত বছরের শেষ মাসে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল টুইটারের উপাত্ত বিশ্লেষক ফার্ম টপসি ল্যাবসকে কিনে নিয়েছিল। এবার তাই জিনিপকে হাতছাড়া করার সুযোগ রাখতে চায়নি মাইক্রোব্লগিং সাইটটি। নিজেরা আগে ভাগেই অধিগ্রহণ করেছে এটি।
– দ্যা নেক্সট ওয়েব অবলম্বনে তুসিন আহমেদ