Maintance

আইফোনের নতুন বিজ্ঞাপনে সেলফির গুণগান

প্রকাশঃ ১১:২৩ পূর্বাহ্ন, জানুয়ারি ২২, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৯ অপরাহ্ন, জানুয়ারি ২২, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আইফোন ১০ এর নতুন একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করেছে অ্যাপল।

ভিডিওটির নাম দেওয়া হয়েছে সেলফিস অন আইফোন ১০। এই ভিডিওতে বিভিন্ন বয়সী মানুষের পোর্ট্রেট সেলফি দেখানো হয়েছে।

আইফোন ১০ এর অন্যান্য বিজ্ঞাপনগুলোতে ক্যামেরা ও ফেইস আইডির ওপরেই গুরুত্ব দেওয়া হয়েছিলো।

apple-add-techshohor

কিন্তু এবার মূলত পোর্ট্রেট লাইটিংয়ের ওপরেই জোর দিয়েছে অ্যাপল। ছবিতে লাইটিংয়ের প্রভাবই ভিডিওতে তুলে ধরা হয়েছে। এতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখা হয়নি।

এর বদলে  ৩০ সেকেন্ডের ভিডিওটিতে শোনা গেছে প্রয়াত বক্সার মোহাম্মদ আলীর একটি বাণী। এই বাণী সবার কাছে ‘আই এম দ্য ডাবল গ্রেটেস্ট’ নামেই পরিচিত।

এর আগেও অ্যাপলের বিজ্ঞাপনে মোহাম্মদ আলীকে দেখা গেছে। ছয় বছর আগে নির্মিত সে বিজ্ঞাপনের টাইটেল ছিলো থিংক ডিফারেন্ট।

সিনেট অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/