Maintance

ইনস্টাগ্রামে বাগদানের খবর দিলেন এড শিরান

প্রকাশঃ ৩:৫৭ অপরাহ্ন, জানুয়ারি ২১, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৭ অপরাহ্ন, জানুয়ারি ২১, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ব্রিটিশ গায়ক এড শিরান (২৬) ইনস্টাগ্রামে তার বাগদানের খবর জানিয়েছেন। বাগদত্তা চেরি সিবোর্ন তার হাই স্কুলের সহপাঠী ছিলেন।

শনিবার সকালে এক কোটি ৮০ লাখ ইনস্টাগ্রামে ফলোয়ারকে তিনি এই সুসংবাদটি দেন। ছবিসহ অভিনব এক ক্যাপশনে লিখেছেন, নতুন বছরের আগেই নিজের জন্য বাগদত্তা জুটিয়ে ফেলেছি। আমরা খুবই খুশি, ভালোবাসাময় দিন কাটছে এবং আমাদের বিড়ালগুলোও খুশি।

engagement-techshohor

ছবিটিতে লাইক পড়েছে ৪৪ লাখ ৩৫ হাজার ৮৭০টি। কমেন্ট পড়েছে এক লাখ ৪১ হাজারটি।

বিবিসির একটি রিপোর্টে জানানো হয়,  সিবোর্ন ২০১২ সালে ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ হকি দলে ছিলেন। সেবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলে তিনি ব্রোঞ্জও জিতেছিলেন।

এড শিরানের ও বিয়োন্সের পারফেক্ট গানটি প্রায় ৬ সপ্তাহ ধরে বিলবোর্ড টপ চার্টের শীর্ষে রয়েছে। জনপ্রিয় এই গায়ক জানান, গানটি লেখার অনুপ্রেরণা তিনি পেয়েছিলেন সিবোর্নের কাছ থেকে।

তার গাওয়া আরেকটি জনপ্রিয় গান হলো শেইপ অব ইউ। এখন পর্যন্ত গানটি ইউটিউবে দেখা হয়েছে প্রায় ৪ বিলিয়ন বার।

বিলবোর্ড অবলম্বনে আনিকা জীনাত

*

*

Related posts/