HP Banner
Maintance

আসছে ইন্টেল কোর আই৯ ল্যাপটপ

প্রকাশঃ জানুয়ারি ২১, ২০১৮, ১০:৪৫ - আপডেটঃ জানুয়ারি ২১, ২০১৮, ০২:৫৬

ইন্টেল-টেকশহর
Symphony 2018

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইন্টেলের অষ্টম প্রজন্ম প্রসেসরের কাতারে যুক্ত হতে যাচ্ছে আরও কয়েকটি প্রসেসর। এর মধ্যে ল্যাপটপ ও ডেস্কটপ দুটি ঘরানার পণ্যই রয়েছে।

নতুন প্রসেসরগুলো কফি লেক-এইচ সিরিজের আর্কিটেকচারে তৈরি। এবারই প্রথম কোর আই৩, আই৫ ও আই৭ এর পাশাপাশি কোর আই৯ সিরিজের প্রসেসরও ল্যাপটপের জন্য ছাড়তে যাচ্ছে ইন্টেল।

এছাড়া, কফি লেক-এইচ সিরিজের দুটি ল্যাপটপ ওয়ার্কস্টেশন প্রসেসর ইন্টেল জিয়নও রয়েছে।

ইন্টেল কোরআই৯ ৮৯৫০এইচকে প্রসেসরটিতে থাকছে ছয়টি কোর ও ১২টি থ্রেড। কোর আই৭ এর চেয়ে তা বেশি না হলেও, স্পিড, বুস্ট স্পিড ও ক্যাশের পরিমাণে প্রসেসরটি বেশ এগিয়ে রয়েছে। যার ফলে কোর আই৭ এর চেয়ে সেটি অনেক গুণ এগিয়ে থাকবে। জিয়ন প্রসেসরগুলোও একইভাবে ক্যাশ ও স্পিডে এগিয়ে রয়েছে, সঙ্গে বাড়তি সুবিধা হিসেবে ওয়ার্কস্টেশন ফিচার যুক্ত করা যাবে।

নতুন প্রসেসরগুলো গেইমিং, ডিজাইনিং ও ভিডিও প্রোডাকশনের জন্য তৈরি ল্যাপটপকে এগিয়ে দেবে আরেক ধাপ। চলতি বছরের তৃতীয় প্রান্তিক থেকে এসব ল্যাপটপ বাজারে আসতে শুরু করবে।

ডব্লিউসিসিএফটেক অবলম্বনে এস এম তাহমিদ

*

*

সর্বাধিক পঠিত