HP Banner
Maintance

এলো স্যামসাংয়ের নতুন চিপসেট

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৮, ০৮:৩০ - আপডেটঃ জানুয়ারি ১৮, ২০১৮, ০৭:৪৪

Symphony 2018

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্মার্টফোনের জন্য নতুন চিপসেট উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। এক্সিনোস ৭৮৭২ নামে এই চিপসেট ব্যবহার করা হবে মিডরেঞ্জের ডিভাইসগুলোতে।

হেক্সা কোর সিপিইউর সঙ্গে এতে রয়েছে দুইটি ক্লাস্টার। যার একটি ২এক্স করটেক্স-এ৭৩(২.০ গিগাহার্টজ) আরেকটি ৪এক্স করটেক্স এ৫৩(১.৬ গিগাহার্টজ)। গ্রাফিক্স সুবিধা দিতে রয়েছে মালি জি৭১ জিপিইউ।

এই চিপসেটে রয়েছে বিল্টইন আইরিশ স্ক্যানার। যা বর্তমান সময়ের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে রয়েছে। এতে কোনো ২১৬০পি বা ফোরকে ভিডিও রেকর্ড করার সুবিধা নেই। তবে ১০৮০পি বা ফুল এইচডি ও ১২০এফপিএসে ভিডিও রেকর্ড সুবিধা রয়েছে এই চিপে। এছাড়া, ভিডিওতে মিলবে স্মার্ট ওয়াইড ডাইনামিক রেঞ্জ।

এতে এলপিডিডিআর৩ টাইপের র‍্যাম সাপোর্ট পাওয়া যাবে। এছাড়া বিল্ট ইন স্টোরেজের জন্য ইএমএমসি ৫.১ ও এসডি ৩.০ মিলবে মেমোরি কার্ড ব্যবহারের জন্য। এতে আরও থাকবে ব্লুটুথ ৫, জিপিএস ও এফএম রেডিও।

এদিকে, গেল বছরের শেষের দিকে বড় কোনো আয়োজন না করে অনেকটা নীরবেই  ‘এক্সিনস ৯৮১০’ চিপসেট  উন্মোচন করেছিল স্যামসাং। সেখানে  দ্বিতীয় প্রজন্মের ১০ ন্যানোমিটার প্রযুক্তি ব‍্যবহার করা হয়েছিল।

জিএসএম এরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

সর্বাধিক পঠিত